Popular Posts

খোলামেলা হয়ে পর্দায় আসছেন দাবাং সুন্দরী!




কথা রাখলেন না সোনাক্ষি।  প্রথম থেকেই সোনাক্ষি সিনহা বলে আসছিলেন তিনি কোনো খোলামেলা চরিত্রে অভিনয় করবেন না। এমনকি পরিচালকদের অনেক অনুরোধ সত্ত্বেও বিকিনি পরে কখনো ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে আর সে কথা থাকছে না। এবার ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন দাবাং সুন্দরী।সম্প্রতি পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন একটি ছবিতে অভিনয় করছেন সোনক্ষি। তাঁর বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করবেন সোনাক্ষি। আগের ছবিগুলোর চেয়ে অনেক বেশি আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হবে তাঁকে। বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করবেন সোনাক্ষি-বরুণ। 

কমেডির বাইরেও তাঁদের প্রেম রসায়ন অন্যরকমভাবে উপস্থাপনের সব ধরনের পরিকল্পনাই নিয়েছেন পরিচালক। ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এর শুটিং শুরু হবে।সোনাক্ষি বলেন, বরুণ ধাওয়ান অনেক সম্ভাবনাময় একজন অভিনেতা। আমাদের সবার প্রিয় ডেভিড ধাওয়ানের ছেলে হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। ‘স্টারডাস্ট’-এর ফটোশুটের মাধ্যমেই প্রথম পরিচয় হয় আমাদের। এখন কিন্তু আমরা অনেক ভালো বন্ধু।


তথ্য সূত্রঃ- ইন্টারনেট।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন