ডব্লিউ ম্যাগাজিনের জন্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মাইলি সাইরাস সম্প্রতি বেশকিছু খোলামেলা ছবি তুললেন। তার এ টপলেস ফটোশটের বিস্তারিত জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
২১ বছর বয়সি মাইলি সাইরাস ডব্লিউ ম্যাগাজিনটির ২০১৪ সালের মার্চ সংখ্যার জন্য এ ফটোসেশনে অংশ নিয়েছেন। এতে তিনি তার উধ্বাংগ সম্পূর্ণ অনাবৃত অবস্থায় প্রদর্শন করেছেন। যার ছবি তুলেছেন ফটোগ্রাফার মার্ট অ্যালাস ও মার্কাস পিগট।
ফটোশটের জন্য মাইলি একটি সাদা বিছানায় বিভিন্ন ভঙ্গীমায় অনাবৃত হন। এ সময় তিনি শায়িত ছিলেন বলেই জানিয়েছে সূত্র।
‘রেকিং বল’ খ্যাত মাইলির ছবি ম্যাগাজিনটির ভেতরের পাশাপাশি প্রচ্ছদেও প্রকাশিত হবে বলে জানা গেছে।
তথ্য সূত্রঃ- ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন