Popular Posts

আলিশা প্রধানের "অজান্তে ভালবাসা"

 ‘অজান্তে ভালবাসা’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন নতুন নায়িকা আলিশা প্রধান। এ জে রানা পরিচালিত এই ছবিতে আলিশার নায়ক সাইমন। এটি আলিশার তিন নম্বর ছবি। আলোচিত মডেল আলিশা প্রধান চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এই ছবিতে তার নায়ক ইমন। ‘ভুল যদি হয়’ ছবির কাজ শেষ হওয়ার পর তিনি একই পরিচালকের আরেকটি ছবির কাজ শুরু করে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন। ছবির নাম ‘অন্তরঙ্গ’। 
মিডিয়াকে আলিশা বলেন, এরপর শুরু করবো জাকির হোসেন রাজু পরিচালিত একটি ছবির কাজ। তারপর ধারাবাহিকভাবে সোহানুর রহমান সোহান, শাহিন-সুমন এবং ইফতেখার চৌধুরীর কাজ। আলিশা বলেন, আমার মূল টার্গেটই হচ্ছে সিনেমা। আমি ভাল কিছু করতে চাই। দর্শকদের মন জয় করতে চাই। সিনেমা শিল্পে নিজেকে ভালভাবে প্রতিষ্ঠা করতে চাই।


তিনি বলেন, সিনেমায় আমার শুরুটা হয়েছে চাষী স্যারের মতো বড়মাপের পরিচালকের হাত ধরে। দুটি ছবিতে তিনি আমাকে অনেক কিছুই শিখিয়েছেন, যা আমার চলার পথে বেশ কাজে লাগছে। আলিশা বলেন, এখন কাজ করছি এ জে রানার মতো একজন চমৎকার মানুষের সঙ্গে। খুবই এনজয় করছি। ইমনের সঙ্গে কাজ করে ভাল লেগেছে। সাইমনের সঙ্গেও ভাল লাগছে। সবদিক থেকে উৎসাহ অনুপ্রেরণা পাচ্ছি। আমার বিশ্বাস আমি সিনেমায় আমার স্বপ্ন পূরণ করতে পারবো। কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সিনেমায় পা রেখেই আলোচনায় চলে এসেছেন আলিশা প্রধান। নিজের প্রতিভা আর যোগ্যতা দিয়ে এই আলোচনাকে গতিশীল করতে চান আধুনিক মনমানসিকতা ও উচ্চশিক্ষায় শিক্ষিত নতুন নায়িকা আলিশা।

 আপলোডের তারিখঃ ১ ফেব্রুয়ারী, ২০১৪ ইং। 

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন