২০১৪ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন ছবি ‘জয় হো’। ছবিটির নাম প্রথমে ‘মেন্টাল’ থাকলেও পরবর্তীতে সালমান খানের আপত্তির কারণে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জয় হো’। এই ছবিতে সালমানের চরিত্রের নাম ‘রাধে’। মজার বিষয় হলো অনেকেই ‘জয়হো’ ছবিকে ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়েল হিসেবেই ধারণা করছেন। কেননা, ‘ওয়ান্টেড’-এ সালমান খান একজন আন্ডারকভার পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং নাম ছিল রাধে। ছবিটি আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে।
হলিউডের ছবি 'পে ইট ফরওয়ার্ড' অবলম্বনে নির্মিত হয়েছে 'জয় হো' ছবিটি। এ আর মুরুগাডোস পরিচালিত প্রথমে তেলেগু ছবি 'স্টালিন' নির্মিত হয় 'পে ইট ফরওয়ার্ড' অবলম্বনে। আর 'স্টালিন' দেখে নির্মিত হয়েছে 'জয় হো'। ছবিটি শুধু 'পে ইট ফরওয়ার্ড'র অনুকরণেই নির্মিত হয়নি। ছবির ট্রেইলারও হলিউড ধাচে করা হয়েছে। 'জয় হো' ছবির প্রথমাংশ পুরোপুরি 'পে ইট ফরওয়ার্ড'র অনুকরণে।
মুভিটি নির্মিত হয়েছে একজন মানুষকে কেন্দ্র করে যিনি দেশকে জনগণের বসবাসের আদর্শ একটি স্থানে পরিণত করতে চেষ্টা করছেন। ফলশ্রুতিতে রাষ্ট্রের অপরাধী, দুর্বৃত্তরা তার প্রধান শত্রুতে পরিণত হয় এবং সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কাহিনীর প্রয়োজনেই প্রচুর অ্যাকশন দৃশ্যায়ন করা হয়েছে মুভিতে।
সিনেমাটিতে অভিনয় করছেন ‘বিগ বস’-জয়ী নবাগতা অভিনেত্রী সানা খান এবং ডেইজি সাহা। আরও আছেন টাবু এবং মুকুল দেব।
তথ্য সূত্রঃ- ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন