“বেডরুম” ছবির বদৌলতে কোলকাতার
বাংলা ছবির জগতে সুপরিচিত নাম ‘মৈনাক ভৌমিক'। এই পরিচালক
ভালোবাসেন নতুন ধরণের গল্প নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ করতে। এবার তিনি কাজ করছেন তিন বান্ধবীর কাহিনী নিয়ে। ছবির নাম
‘আমি আর আমার Girlfriends'। তিন
বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জ্জী, রাইমা সেন আর পার্ণো
মিত্র।
ছবিতে তিন
বান্ধবী শ্রীময়ী, প্রিনীতা ও রিয়া। তাদের একজন লেখিকা, একজন রেডিও
জকি আর একজন করেন কাউন্সেলর। তিনজন বেড়াতে যান একসঙ্গে আর তারপর বাকীটা তাঁদের একে অপরের অভিজ্ঞতা ভাগ করার
গল্প। পরিচালক মৈনাক বলছেন,
"আমার ‘বেডরুম' ছবি
থেকে ‘আমি আর আমার Girlfriends' ছবির কাহিনী সম্পূর্ণ আলাদা। তবে ছবির মধ্যে একটু মজার
ব্যাপার-স্যাপারগুলি থাকছে। কিন্তু সেই ছবিকে
কিছুতেই কমেডি ছবি বলা যাবে না। তবে বলা যেতে পারে লটস্ অব এনজয়মেন্ট।" অপ্রয়োজনীয় গালাগালি আর
শরীর ছিল এই সিনেমার প্রধান বস্তু।
সেদিক থেকে দেখতে গেলে সিনেমার গল্প বলে কিছু নেই ই।
সিনেমা টি দেখলে কখনই বিশ্বাস করা যায়
না এই পরিচালক ই "মাছ,
মিষ্টি এন্ড
মোর" এর মতন সিনেমা বানিয়েছিলেন। সিনেমার
ট্রেলার বা প্রচার দেখে যেটি ধারনা করা যায় কিন্তু সিনেমাটি দেখার সময় সেই ধারনার সাথে কোনো আঁচ পাওয়া
যাবে না , সিনেমার গল্পের মুক্ষ্য চরিত্রই তিনটি মেয়ে বাকি সব গতানুগতিক
সিনেমার গল্পের মতন ই, এই সিনেমা তেও মেয়েদেরকে ই লেঙ্গি খেতে হয়, এই সিনেমা টি তে ও মেয়েরাই ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করে একটি ছেলের জন্য, এই সিনেমা টি তে ও স্বামী কে লুকিয়ে একটি মহিলা তার ছাত্রের সাথে প্রেম
করে। অথএব এই সিনেমা তে মৈনাক মেয়েদের
কে নিয়ে আলাদা কিছু দেখাতে চেয়েও তিনি প্রচন্ড রকমভাবে ব্যর্থ। একটি ছাত্রের চরিত্রে অনুব্রত মানান সই, তবে ওর চরিত্র টা গল্পের গরু গাছে ওঠার মতন, যে
ছাত্র কি না স্কুল ক্যাম্পাসের মধ্যে নির্বিচার গাজা খেয়ে যায়, শিক্ষিকাকে
ফিলোসফির জ্ঞান দেয়, শিক্ষিকাকেও গাজা খাওয়া শেখায় এবং শেষ পর্যন্ত সেই শিক্ষিকার সন্তানের বাবা
হয়ে যায়। এ ক্ষেত্রে বলে রাখি
গল্পে অনুব্রতর বয়স ১৬ বছর। বিস্বনাথ ও নীল অভিনয়ে যথাযথ। স্বস্তিকা, রাইমা
এবং পার্নো এই সিনেমায় অনেক কিছু করে যাওয়া এবং দেখিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।
তবে, এ- ছবির নায়িকারা
শুটিং-এর সময় বলেছেন, খুব মজা করে শ্যুটিং
করেছেন তাঁরা। ছবি দেখে মনে হবে
যেন জীবনের সেরা সময়
কাটাচ্ছেন তিন মেয়ে। এমনকি সুইম স্যুট পরেও
ছুটে বেরিয়েছেন তাঁরা।
পরিচালক বলেন, এ তাঁর নিজের গল্প। ছেলেদের বন্ধুত্ব নিয়ে ছবি
তো অনেকই হয় কিন্তু তিন মেয়ের বন্ধুত্বের
গল্প এই প্রথম। পেশাগত ভাবে সম্পূর্ণ আলাদা
জগতে অবস্থান করলেও এই ছুটিতে গিয়ে কোথাও এক হয়ে যান তিন বান্ধবী শ্রীময়ী, প্রিনীতা
ও রিয়া। ফাটাফাটি মস্তিতে সময় কাটে তাঁদের। এ ছবিতে একটি
বিশেষ ভূমিকায় অভিনয় করছেন অনুব্রত। তবে, সিনেমার সঙ্গীত সেরম ভাবে নজর কাড়েনী, তবে একটি জায়গায় মৈনাক বাজীমাত করে নিয়েছেন সেটী হচ্ছে
সিনেমার তথ্যচিত্র, এবং শুনলে আপনার ভালো লাগবে নিশ্চিত, মৈনাক লেক
গার্ডেন্স আর সাউথ সিটী থেকে বেরীয়ে ও বেশ
কিছু অংশ শুট করেছেন।
আপলোডের তারিখঃ ২৮ জানুয়ারী, ২০১৪ ইং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন