Popular Posts

মুভি রিভিউঃ- বাঙালী বাবু ইংলিশ মেম


টালিউডে বর্তমান সময়ে যে সিনেমাটি নিয়ে সবচেয়ে আলোচিত হচ্ছে তা হলো বাঙালী বাবু ইংলিশ মেম। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ জানুয়ারি টালিউডে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন রবি কিনাগি।


কাহিনী সংক্ষেপঃ- 
বাঙালী বাবু ইংলিশ মেমছবিটি মূলত রোম্যান্টিক কমেডি গল্প নিয়ে তৈরি করা হয়েছে 'এমন একটা প্রেম যাতে রয়েছে শুধুই ঝগড়া। মধুসূদন (সোহম) পাড়ার রকে বসা আমাদের চেনা বখাটে ছেলে। পড়াশোনায় ফাঁকি দিয়ে কীভাবে শর্টকাটে কাজ হাসিল করা যায়, ও সেই উপায় খোঁজে। অন্যদিকে রিয়া এই প্রজন্মের ঝকঝকে মেয়ে। শপিং মলে যেতে ভালোবাসে। ভীষণ হাইফাই ফিউচার প্ল্যানিং তার। দুজনের দেখা হচ্ছে এয়ারপোর্টে। রিয়া কানাডা যাচ্ছে ফ্যাশন ডিজাইনিং-এ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। মধুসূদন চায় কানাডা গিয়ে সেখানে বিয়ে করে বড়লোক হবে। এই এয়ারপোর্ট থেকেই দুজনের ঝগড়া শুরু হয়। একে অপরকে একটুও সহ্য করতে পারে না তারা। দর্শকের মনে হবে, এরা প্রেম করতেই পারে না। কিন্তু শেষে গিয়ে প্রেম হয়। যখন দুজনে আলাদা হয়ে যায়, তখন বুঝতে পারে, ওরা একে অপরকে কতটা ভালবাসে। এভাবেই নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে কাহিনী।

বাঙালী বাবু ইংলিশ মেমছবিতে সোহম-মিমির পাশাপাশি একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার।

আপলোডের তারিখঃ ২৭ জানুয়ারী, ২০১৪ ইং। 


< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন