বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেত্রী
সোহা, প্রায় সব ধরণের চরিত্রে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু, বলিউড তারকা সোহা আলী খানের মতে সবচেয়ে কঠিন হলো কমেডি চরিত্রে অভিনয় করা।
কারণ এ ধরনের চরিত্রের অনেক রকম ধাপ থাকে। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে
আগামী বছরের শুরুতেই দেখা যাবে 'মি. জো বি কারওয়ালো' ছবিতে একজন রাগী পুলিশ কর্মকর্তার
চরিত্রে। তবে চরিত্রের প্রয়োজনেই
তাঁকে এ ছবিতে বেশ কমেডি করতে হয়েছে।
এ প্রসঙ্গে সোহা বলেন, 'কমেডি চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অভিব্যক্তির, যা আপনার ব্যক্তিত্বকে পর্দায় সম্পূর্ণ বদলে দেয়। তবে আমার অবশ্য নিজেকে বদলাতে ভালোই লাগে। এই প্রথম আমাকে কমেডি চরিত্রে সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ পেলে কমেডি চরিত্রে আরো অভিনয় করতে চাই।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন