![]() |
অমিতাভ বচ্চন এখন অভিনয় করবেন হলিউডি ছবিতে। ভারতীয় লেখক বিকাশ স্বরূপের ‘সিক্স সাসপেক্টস’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য
হলিউড সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো হলিউড সিনেমায় অভিনয় করবেন তিনি। এর আগে বাজ লুরমানের পরিচালনায় ‘দ্য গ্রেট গ্যাটসবি’-এর মধ্য দিয়ে হলিউডে অভিষেক ঘটে বলিউডের এই সিনিয়র অভিনেতার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বিবিসি এবং স্টার ফিল্ড প্রযোজনা প্রতিষ্ঠান ৭১ বছর বয়সী এই অভিনেতাকে
‘সিক্স সাসপেক্টস’
সিনেমায় কাজের প্রস্তাব দিয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন আর্জেনটিনীয়
পরিচালক পাবলো ট্রাপেরো।
স্বরূপের উপন্যাস ‘কিউ অ্যান্ড এ’ অবলম্বনে ড্যানি বয়েল নির্মাণ করেছিলেন
‘স্ল্যামডগ মিলিয়নেয়ার’। সিনেমাটি অস্কারে জয় করেছিল সেরা চলচ্চিত্রসহ আরও আটটি পুরস্কার।
‘দ্য গ্রেট গাটসবি’ সিনেমায় মেয়র উলফশেইমের
চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি। ওই সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন লিওনার্ডো
ডিক্যাপ্রিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন