পুত্রসন্তানের মা হয়েছেন শাবনূর, রবিবার বিকেল ৩টার দিকে সিডনির ওব্যাম হাসপাতালে শাবনূর-অনিকের ঘরে নতুন অতিথি আসে। আগেই ডাক্তার জানিয়েছিলেন
ডিসেম্বরে মা হবেন শাবনূর।
এ বিষয়ে শাবনূরের স্বামী অনিক বলেন
"আমি দেশে আছি। কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে খবরটি জানানো হয়। খুবই আনন্দের খবর এটি। আমি আমার সন্তান ও স্ত্রীর জন্য সবাইকে দোয়া করতে বলবো।"
অনিক আরো জানান বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। দুই তিন দিনের মাঝে তারা বাসায় ফিরতে পারবে। শাবনূরের পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আইজেন নিহান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন