Popular Posts

প্রিয়াঙ্কার দিনকাল



বাবার মৃত্যু ও কাজের চাপ থেকে রেহাই পেতে প্রিয়াঙ্কা কয়েকদিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ১২ দিনের জন্য অভিনয়সহ যাবতীয় কাজ থেকে ছুটি নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মা ছোটভাইকে নিয়ে ১৬ ডিসেম্বর রাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রওনা দেন তিনি তবে তারা কোথায় গেছেন, তা জানা যায়নি
প্রিয়াংকার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, পাঁচ বছরের মধ্যে এই প্রথম ছুটিতে যাচ্ছেন প্রিয়াংকা। ২০১৩ সাল তার জন্য ছিল অনেক বেশি ব্যস্ততার। ছবির শুটিং, বিজ্ঞাপনের কাজ নিজের গানের অ্যালবাম সংক্রান্ত কাজ ছিল অনেক বেশি
চলতি বছরের জুন মাসে মারা যান প্রিয়াংকার বাবা . অশোক চোপড়া। বাবা মারা যাওয়ার পর অনেকদিন ধরেই পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি
বেড়াতে যাওয়ার খবরটি নিশ্চিত করে প্রিয়াংকার এক মুখপাত্র জানান, এই ছুটির শেষে ৩১ ডিসেম্বর সরাসরি চেন্নাইতে চলে যাবেন প্রিয়াংকা। ওখানে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি অনুষ্ঠানে সাত মিনিট নাচার বিনিময়ে প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ছয় কোটি রুপি ৩১ ডিসেম্বর চেন্নাইতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
 সূত্র জানায়, অনুষ্ঠানের আয়োজকরা গত কয়েক সপ্তাহ থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হওয়ায় প্রিয়াঙ্কাকেই তারা চাচ্ছিল। এর আগে সম্ভবত কখনই ৩১ ডিসেম্বরে পারফর্ম করেননি প্রিয়াঙ্কা। এটা প্রিয়াঙ্কার জন্য অনেক বিশাল কিছু ছিল। তাই সহজেই রাজি করানো গেছে প্রিয়াঙ্কাকে
আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রথমে প্রিয়াঙ্কার ছয় কোটি রুপি দাবিতে হতাশ হন আয়োজকরা। অনুষ্ঠানের মাধ্যমে অর্থ তুলে আনা যাবে কী না তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তারা। পরে টিকিট বিক্রিতে অর্থ তুলে আনা যাবে এই ভেবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকেই নেয়া হয়
ইতোমধ্যে অনুষ্ঠানের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে আয়োজকদের মার্কেটিং টিম শেষ পর্যন্ত দেখা যাক, আয়োজকদের আশা পূরণ হয় কিনা? তবে ৩১ তারিখের অনুষ্ঠানে যে প্রিয়াঙ্কা দর্শকমনে আগুন জ্বালাবেন এতে কোন সন্দেহ নেই।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন