শারীরিক স্থুলতা যে মাঝে মাঝে বিরক্তির কারণ, তা আমরা সকলেই কমবেশি জানি, কিন্তু যারা স্থুলকায় তাদের স্থুলতা বিষয়ে কোন কথা বললে তাদের অনুভূতি কেমন হয় তাকি আমরা ভেবে দেখি কখন? বরাবরই তার স্থুলকায় শরীরের জন্য সমালোচিত হয়ে এসেছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। জেনিফার এবার অতিথি হয়ে এসেছিলেন ‘ফ্যাট-শেমিং’ শিরোনামের এক সাক্ষাৎকারে এবং এই বিষয়ে জেনিফার লরেন্স তার মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, কাউকে মোটা বলে সম্বোধন করাটা আইনত দণ্ডনীয় হওয়া উচিৎ।
লরেন্স বলেন, অপমানজনক সম্বোধন করে মানুষ মজা পায় এটা সত্যি, আমিও করি। সবাই করে। তরুণ প্রজন্মের উপর গণমাধ্যমের প্রভাব সবচেয়ে বেশি কাজেই আমি মনে করি এটা গণমাধ্যমের দায়িত্ব তরুণদের মানসিকতাকে পরিবর্তন করতে সাহায্য করা। আশাকরি যারা এই সাক্ষাৎকারটি দেখছেন তারা অবশ্যই তাদের আচার আচরণে পরিবর্তন আনবেন।
জেনিফার লরেন্স আরও বলেন, নতুন প্রজন্মের উন্নতির জন্য আমরা যদি ধূমপান, সেক্স এবং অভিশাপমূলক শব্দ ব্যবহারে নিয়ন্ত্রণ আনি তবে কেন একজনকে 'মোটা' বলা বেআইনি হবে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন