Popular Posts

সালমানের দিনকাল


চলতি মাসে সালমান খানেরজয় হোছবির ট্রেইলার মুক্তি পাচ্ছে সাধারণত ছবির ট্রেইলার গণমাধ্যমকে ডেকে ছবির টেইলার মুক্তি দেয়া হয় তবে এবার ভিন্নধর্মী পথে এগুচ্ছেন সালমান
ভক্তদের উপভোগের জন্য সালমান মুম্বাইয়ের ছন্দন থিয়েটারে ট্রেইলারটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।জয় হোছবির পরিচালক সালমানের ভাই সোহেল খান এই সিদ্ধান্তে খুশি। সম্ভবত বলিউডে প্রথমবারের মতোই এটা করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে সালমানের একজন মুখপাত্র এটা জানিয়েছেন
ট্রেইলার দেখানোর পর ভক্তদের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানবেন সালমান। দুর্নীতি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সৈন্যের জীবন কাহিনী নিয়েজয় হোছবিটি নির্মাণ করা হচ্ছে। তেলেগু ছবিস্টালিন রিমেক এই ছবিটিতে আরো অভিনয় করছেন টাবু, ডেইজি শাহ, ডেনি ডেনজোংপা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৪ জানুয়ারি


করন জোহরেরকফি উইথ করন চতুর্থ পর্বটি উদ্বোধন করেছেন সালমান, এখানে প্রেম, বিয়ে নিয়ে কথা বলেছেন সালমান নিজেই। শোতে নিজেকে এখনও কুমার বলেও দাবি করার পাশাপাশি বলেছেন, তার বন্ধু আছে কিন্তু তাদের কারো কাছ থেকেই উপকার পাননি তিনি
বিয়ে না করার কারণ সম্পর্কে সালমান বলেছেন, জীবনে বিয়ে করার মতো উপযুক্ত মানুষকে তিনি খুঁজে পেয়েছিলেন। তবে এর চেয়ে আরো বেশি উপযুক্ত মানুষকে সারা জীবন খুঁজে বেড়িয়েছেন
শোতে করনের সঙ্গে সালমানের কথোপকথনের সবচেয়ে মজার মজার অংশগুলো এখানে তুলে দেয়া হলো-



করন: সঞ্জয় লীলা বানশালি, শাহরুখ, আমির, রনবীর কাপুর, ক্যাটরিনা কাইফকে ঘুম থেকে জাগিয়ে সবার আগে কী বলতেন?
সালমান: সঞ্জয়কে ঘুম তুলে উঠিয়ে জিজ্ঞাসা করতাম, “আমি অবাক হয়ে গেছি করন জোহর কোথায়, গতরাতে সে কোথায় ছিল? শাহরুখকে জিজ্ঞেস করতাম, “আজ করনের শোতে কে গেছে। সালমান? করনের শোতে কেন গেছে সালমান! রনবীরকে জিজ্ঞাসা করতাম, সে ভাগ্যবান না আমি? আমিরকে উঠিয়ে বলতাম, বেলা হয়ে গেছে আর। ক্যাটরিনা কাইফকে জিজ্ঞাসা করতাম, রনবীর কোথায়?

করন: প্রিয়াঙ্কা, সোনাক্ষী, কারিনা, হৃত্বিক- এরা ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে না আসলে কী করত?
সালমান: সোনাক্ষীর জন্য রাজনীতিই বেশি ভালো অথবা ডিজাইনিং। অভিনেত্রী না হলে ভালো গৃহীনি হতো কারিনা কাপুর। হৃত্বিক রোশন নাচের অ্যাকাডেমি খুলে বসত। প্রিয়াঙ্কা চোপড়া ভালো গায়িকা অথবা গৃহীনি হতো

করন: রনবীর, হৃত্বিক, ক্যাটরিনার প্রতি প্রতি আপনার উপদেশ
সালমান: রনবীর কাপুরকে বলব, মজা করো। ক্যাটরিনাকে বলব, এটা আগে নিশ্চিত হও যে সে (রনবীর কাপুর) তোমার সঙ্গে মজা করছে না। হৃত্বিক রোশনের উদ্দেশ্যে বলব, অভিনয় ছেড়ে দাও

করন: আপনাকে দেয়া সেরা উপদেশ
সালমান: ২৫ বছর আগে কৈলাশ সুরেন্দ্রনাথ জীবনের সেরা উপদেশটি আমাকে দিয়েছে। আমি তখন খুবই হতাশ কারণ এক বন্ধু আমাকে ছেড়ে চলে যায়। আমরা আলীবাগ থেকে আসছিলাম। কৈলাশ আমাকে বললেন, “পানিতে হাত রাখ, কী অনুভব করছ। আমি বললাম, মাছ। তিনি বললেন, ‘সমুদ্রে অনেক মাছ একবার এক পার্টির আয়োজন করি। পার্টিতে তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, “তোমার সময় বাবার অর্থ অপচয় বন্ধ করো। এরপর থেকে আর কখনই পার্টি দিইনি।
করন: প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ- তিনজনের একজনকে মারুন, একজনকে বিয়ে করুন, একজনের সঙ্গে বন্ধুত্ব করুন
সালমান: প্রীতি জিনতাকে বিয়ে করা যায়। তবে বন্ধুত্ব শুধুই ক্যাটরিনা কাইফের সঙ্গে আর মারতে চাই প্রিয়াঙ্কা চোপড়াকে

করন: বাঘ, কুকুর ছানা, হাঙ্গরের নাম শুনলে আপনার (সালমানের) কোন কোন অভিনেতার কথা মনে পড়ে।
সালমান: বাঘের সঙ্গে আমিরকে তুলনা করা যায়। কুকুরছানাকে সঙ্গে তুলনা করা যায় রনবীর কাপুরের সঙ্গে। আর শাহরুখ তুলনা করব হাঙ্গরের সঙ্গে।

করন: আপনাকে কখনই সেটে মাতাল হতে দেখা যায় নি
সালমান: মিথ্যা তথ্য। সেটে মাতাল হওয়ার কারণে প্রায়ই শুটিং বন্ধ করতে হয়েছে

করন: দেশে আপনার চেয়ে বড় তারকা আছে
সালমান: হ্যাঁ। এটা সত্য

করন: আপনি জিমে যেতে ঘৃণা করেন
সালমান: সত্য

করন: অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, রনবীর কাপুর, ভরুন ধাওয়ান, আদিত্য রয় কাপুর-কার ভবিষ্যৎ সবচেয়ে উজ্জল?
সালমান: অর্জুন, ভরুন এবং আদিত্য রয় কাপুর

করন: আলিয়া, পরীনীতি, সোনাক্ষী কাকে আপনার সবচেয়ে ভালো লাগে?
সালমান: দিপীকা পাড়ুকোনকে

করন: ঐশ্বরিয়া রাই ক্যাটরিনা কাইফ-কে সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী?
সালমান: ঐশ্বরিয়া রাই ক্যাটরিনা কাইফআমাদের ভাবা উচিত দুটি নামের সঙ্গে আর কোন নামগুলো যোগ করা উচিত

করন: প্রেম নাকি চুলবুল পান্ডে- কোন চরিত্রটি আপনার বেশি পছন্দের
সালমান: প্রেম

করন: ইমতিয়াজ আলী, অনুরাগ কাশ্যফ, রাজু হিরানি, রোহিত শেঠি, করন জোহর কোন পরিচালকের সঙ্গে কাজ করতে আপনি বেশি আগ্রহী।
সালমান: করন জোহরের সঙ্গেই কাজ করতে বেশি আগ্রহী। তবে সে আমার সঙ্গে কাজ করতে চায় না

করন: আপনাকে সবচেয়ে বেশি বলা হয়েছে এমন একটি কথা-
সালমান: ‘চলো অনেক দেরি হয়ে গেছে। খাবার খেয়ে নাও।


< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন