সোশ্যাল সাইটগুলোতে শাহরুখ খানের ভক্তসংখ্যা
দিনে দিনে বাড়ছে, সোশাল নেটওয়ার্ক সাইটগুলোতে
সক্রিয় বলিউড তারকাদের
একজন শাহরুখ খান, সম্প্রতি টুইটারে শাহরুখের
ভক্তের সংখ্যা ৬০
লাখ ছাড়িয়েছে,
বর্তমানে এই সংখ্যা
৬০ লাখ দুই
হাজার ৩৭৪ জন এর বেশি এখন। এজন্য
ভক্তদের অভিনন্দন জানিয়েছেন
বলিউড বাদশাহ।
ভক্তদের উদ্দেশ্য করে
শাহরুখ বলেন,
“এই ৬০ লাখ
ভক্তকে আমার পক্ষ
থেকে আন্তরিক অভিনন্দন
ও ধন্যবাদ জানাচ্ছি।
তবে আমাদের এই
ভালোবাসাকে কোনো সংখ্যা
দিয়ে আবদ্ধ কর
যাবে না। এই
আনন্দ ও
ভালোবাসা সমস্ত সীমারেখা
ছাড়িয়ে গেছে।”
টুইটারে নিজের বিশেষ
স্মৃতিগুলো ভক্তদের সঙ্গে
ভাগাভাগি করেন শাহরুখ।
জীবনের দৈনন্দিন ঘটনা
সম্পর্কেও টুইটারে বিভিন্ন
তথ্য ভক্তদের জানান
৪৭ বছর বয়সী
এই অভিনেতা।
বলিউড বাদশাহ শাহরুখ খান তার ও তার পরিবারের
সবাই এই ৬০লাখ ভক্তকে অভিবাদন জানিয়েছেন। এই বলিউড বাদশাহ ও তার পরিবারের কিছু ছবি
.....:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন