Popular Posts

ভিন্নধর্মী দীপিকা পাডুকোন



দীপিকা পাডুকোনের বৃহস্পতি এখন তুঙ্গে,  বলিউডের নন্দিত ও বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী দীপিকা পাডুকোন বছর ভিন্ন স্বাদের তিন তিনটি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তবে বিশ্রামের কোন ইচ্ছে নেই তার আরও ব্যতিক্রমধর্মী ছবিতে বিদ্যা বালানের মত অভিনয় করতে আগ্রহী দীপিকা
বছরের প্রথম হিট ছবিইয়ে জাওয়ানি হে দিওয়ানিছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন দীপিকা। সেই সফলতা তিনি ধরেও রেখেছেন বক্সঅফিস কাঁপানোচেন্নাই এক্সপ্রেসছবিতে তামিলমিনাম্মাচরিত্রে অভিনয় করে।


সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দীপিকা অভিনীতরামলীলাছবিটি ১০০কোটির ঘরে পৌঁছানোর পথে। এখানে তিনি অভিনয় করেছেন একজন গুজরাটি মেয়ের ভূমিকায়
মডেলিং থেকে বড় পর্দায় আসা দীপিকা তার ক্যরিয়ার নিয়ে বলেন, ক্যরিয়ারকে পরিকল্পনার ছকে ফেলা যায় না। আমি সবসময় বিশ্বাস করি, সবারই নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমার ক্যরিয়ারের জন্য আমি যা করতে পারি তা হল- যথাসাধ্য চেষ্টা, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করা। কোন কাজে সর্বোচ্চ চেষ্টা থাকলে তার ফল অবশ্যই ভালো আসে
কিছু ভিন্নধর্মী ছবিতে কাজের অপেক্ষায় আছেন দীপিকা।
 
২০১৪ সালে মুক্তি পাবে দীপিকা পাডুকোন অভিনীতফাইন্ডিং ফ্যানি ইংরেজি ভাষা নির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ছবিতে তার বিপরীতে থাকছেন অর্জুন কাপুর। দেখা যাক এই ছবি দিয়ে বক্স অফিস কাঁপাতে পারেন কিনা দীপিকা।
 

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন