Popular Posts

কৃশ- থ্রির রেকর্ড !



৫০০ কোটি রুপির ঘরেকৃশ থ্রি’, এবং মজার খবর হচ্ছে, কৃশ থ্রিবলিউড ছবির পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং ছবিটি বক্স অফিসে ইতোমধ্যেই ৫০০ কোটি রূপি আয় করে নিয়েছে সম্প্রতি এক বিবৃতিতে পরিচালক-প্রযোজক রাকেশ রোশন তথ্য জানান
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে নেগেটিভ চরিত্রে ছিলেন বিবেক ওভেরয় এবং কঙ্গনা রানাউত
পরিচালককর্তৃক এই বিস্ময়কর আয়ের ঘোষণার পর বানিজ্য বিশ্লেষকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।


রাকেশ রোশন একটি পত্রিকাকে ব্যাখ্যা করে বলেন, বিনোদন কর এবং অন্যান্য বিষয়সহকৃশ থ্রি মোট আয় ৫০০ কোটি রূপি
হিসেব সত্যি হলে নিঃসন্দেহে এটা বলিউড মার্কেটের জন্য একটা বিশাল ব্যাপার। আসন্ন মুক্তিপ্রাপ্য বড় মাপের ছবিধুম থ্রি’, ‘জয় হোএবংকিক ছবির রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
শুধু সময়ই বলে দেবে কৃশ থ্রি রেকর্ড ভাঙতে পারে কিনা।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন