Popular Posts

চলচিত্রে প্রিয়তা ফারলিন



চলচিত্র শিল্প বোধহয় আরও ঋদ্ধ হতে চলেছে,  মডেল টিভি অভিনেত্রী প্রিয়তা এখন চলচিত্রে আত্মপ্রকাশ করছেন, অভিষেক হতে যাচ্ছে মডেল টিভি অভিনেত্রী প্রিয়তা ফারলিনের তিনি নাসিম সাহনিক পরিচালিতভুতুড়ে বাড়িতে গোয়েন্দারাসিনেমায় অভিনয় করছেন

নির্মাতা সুত্রে জানা গেছে, এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়তা। কিশোর-তরুণদের জন্য নির্মিতব্য এই গোয়েন্দা কাহিনিভিত্তিক চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি

এর আগে প্রিয়তা টেলিফিল্ম 'ইমপসিবল ফাইভ’- অভিনয় করেন

তিনি একটি মোবাইল কোম্পানির বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন

প্রিয়তা বলেন, “আমি সিনেমাতে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত। এরই মধ্যে শুটিংয়েও অংশ নিয়েছি। গাজীপুরে শুটিংয়ের সময় আমার মনে হয়েছে দারুণ একটি চলচ্চিত্রে হতে যাচ্ছে। তরুণ প্রজন্মের দর্শকদের জন্য বিনোদনমূলক একটি মুভি হবে এটি।



চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রাশেদ শাওন, আপেল মাহমুদ, জিনাত হোসেন যুথী নাসিম সাহনিক। এর কাহিনি সংলাপ লিখেছেন রাশেদ শাওন। সিনেমাটি প্রযোজনা করেছে মিডিয়া অযান্ত্রিক, ডিজি মোশন পিকচারর্স এবং টেন অন টেন এন্টারটেইনমেন্ট

পরিচালক নাসিম জানান, ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে

প্রযোজনাসূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি ২০১৪ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন