Popular Posts

‘রাগিনি এমএমএস টু’র মুক্তির তারিখ পিছলো



বহুল আলোচিত রাগিনি এম এম এস টুর মুক্তি নিয়ে আবারও সংশয়।  সানি লিওন অভিনীত ছবিরাগিনি এমএমএস টু মুক্তির তারিখ আবারো পিছিয়ে দেয়া হয়েছে বছরের পরিবর্তে ২০১৪ সালের জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে মাস পিছিয়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চ ২০১৪
ছবির কাজের আরও উন্নয়নের জন্যই নাকি সময় বাড়িয়ে নেয়া হয়েছে



সম্প্রতি একতা কাপুর বলেন, ধরণের ছবির জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের দর্শনমাত্রা। আর তাই ছবিটিকে পূর্ণ রূপ দিতে প্রচুর সময় লাগছে। তিনি বলেন, এই ছবির কাজ সম্পূর্ণ করতে আরও আট সপ্তাহ সময় লাগবে
বালাজি টিম চায় ছবিটিকে প্রত্যাশারও চাইতেও বেশি সুন্দর রূপ দিতে। কারণ, এর পূর্ব সিকুয়েলটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল


রাগিনি এমএমএস টুপরিচালনা করছেন ভূষণ পেটেল। এটি নির্মিত হচ্ছে বালাজি মোশন পিকচার এর ব্যানারে
 

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন