Popular Posts

সু-নেত্রি কাজল



কাজল দেবগন অনেক পরিচয় তাঁর, নতুন এক পালক যুক্ত হল তাঁর পরিচয়ের সাথে। বলিউডে সবচেয়ে সুন্দর চোখের অধিকারিনী হলেন কাজল দেবগন সাম্প্রতিক সময়ে করা এক জরিপে তথ্য প্রকাশিত হয়েছে জরিপে মোট ৫০ হাজার ভোট পড়ে কাজল পেয়েছেন ৪১.০৬ শতাংশ ভোট বলিউডের সবচেয়ে বেশি ভাবের প্রকাশ ঘটাতে সক্ষম এমন অভিনেত্রীদের তালিকায় প্রথম নামটিই কাজলের বড়, বাদামি রঙের চোখের চাহনি দিয়েই অভিনয়কে আরো বেশি বিশ্বাসযোগ্য বাস্তব করে তুলতে পারেন তিনি
তালিকায় পরের নামটি বাঙালি সুন্দরী রানী মুখার্জীর। তার ভক্তরা তাকে হয়তো প্রথম স্থানে রাখতে চাইবেন। তবে সামান্য ব্যবধানে চাচাতো বোনের কাছে হেরে গেছেন। জরিপে রানী পেয়েছেন ৩৯.০৪ শতাংশ ভোট। রানীর সৌন্দর্য্যের বড় উৎস তার চোখ। মেকআপ ছাড়া চোখ দিয়েই ভক্তদের হৃদয়ে কাঁপিয়ে দিতে সক্ষম তিনি



তালিকায় তৃতীয় স্থানে আছেন বিদ্যা বালান। তিনি পেয়েছেন . শতাংশ ভোট। অভিনয় না দেখেই যারা তার প্রেমে পড়েছেন তার হৃদয় গলানোর জন্যপারিনীতাছবির পোস্টারই যথেষ্ট। বিদ্যার ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করেছে তার চোখ। বিদ্যার পরেই সবচেয়ে সুন্দর চোখের অধিকারীনি হলেন কারিনা কাপুর খান। সাইফপত্নী পেয়েছেন . শতাংশ ভোট। সাইজ জিরো হন বা নাই হন, সমুদ্রের গভীরতা তার চোখে। লাখো মানুষের মনোযোগকে বন্দী করতে সক্ষম তার চোখ
তালিকায় কঙ্কনা সেন শর্মা আছেন পঞ্চম স্থানে। তিনি পেয়েছেন .২৩ শতাংশ ভোট। অভিনয় শুরু করার অল্প সময়ের মধ্যেই দুই-দুইটি জাতীয় পুরস্কার জিতেছেন কঙ্গনা। যেকোন চরিত্রকেই বাস্তব সম্মত রূপ দিতে সক্ষম। তার চোখ কথা বলে, চোখ দিয়েই লাখো ভক্তকে আবেগে ভরিয়ে দিতে সক্ষম কঙ্গনা

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন