Popular Posts

বিয়ে করছেন ভিনা মালিক




 অনেক ঘটনা ও বিতর্কের জন্ম দেওয়া ভিনা মালিক বিয়ের অবশেষে পিড়িতে বসতে যাচ্ছেন, ভারতের বিখ্যাত ব্যবসায়ী ওমর ফারুককে বিয়ে করতে যাচ্ছেন বিতর্কিত অভিনেত্রী ভিনা মালিক। ২০১৫ সালেই নাকি তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারেন। চলতি বছর দুবাইতে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে প্রথম ভিনা এবং ওমরের মধ্যে প্রথম কথা হয়।






আর প্রথম দর্শনেই ভিনা এই বিখ্যাত ব্যবসায়ীর প্রেমে পড়ে যান। কিছুদিন পর ওমরও প্রায় নিয়মিত টেলিফোনে ভিনার সঙ্গে কথা বলতে থাকেন। ব্যবসায়ী ওমর নাকি ভিনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন।







উল্লেখ্য, এর আগে ভিনা ওমরের নাম না বললেও স্বীকার করেছিলেন যে ২০১৫ সালে তিনি বিয়ে করবেন


দেখা যাক, ভিনা মালিকের এই বিয়ে কোন নতুন বিতর্কের জন্ম দেয় কিনা?

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন