Popular Posts

সাবরিনা আক্তার পড়শির অদেখা ছবি



নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হচ্ছেন পড়শী, ওস্তাদ নিয়ায মামুনের কাছ থেকে প্রথম তালিম নেওয়া এই শিল্পী প্রথম মিডিয়ার আলোয় আসেন চ্যানেল আই এর জনপ্রিয় রিয়্যালিটি শো চ্যানেল আই ক্ষুদে গানরাজের মাধ্যমে। তিনি ওস্তাদ নিয়ায মামুনের পাশাপাশি ক্লাসিক্যাল গানের তালিম নেন ওস্তাদ আনুপ বড়ুয়ার কাছ থেকে, তিনি ছোট থেকে শিল্পের বিভিন্ন মাধ্যমের সাথে জড়িত, তিনি নাচ, গান, সহ আবৃতি ছোট বেলার থেকেই চর্চা করেন। তিনি সঙ্গীত এর অনুপ্রেরণা মূলত তাঁর দাদী ও ওস্তাদ নিয়ায মামুনের কাছ থেকে পান।

ক্ষুদে গানরাজে দুই বিচারক কুমার বিশ্বজিত ও সামিনা চৌধুরির কাছ থেকে তিনি পেয়েছেন অকুণ্ঠ অনুপ্রেরণা ও প্রশংসা। বর্তমান সময়ের জনপ্রিয়তম শিল্পী হিসেবে তিনি আদৃত। 

তিনি তাঁর সুরের মাধবীতে জয় করেছেন অনেক সঙ্গীতপিপাসুর মন, পড়শির জয়যাত্রা যেন এইভাবেই চলতে থাকে, এই কামনা আমাদের। 































তথ্য ও ছবিঃ ইন্টারনেট
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন