Popular Posts

‘বাউন্ড টু’তে বিবসনা হলেন কিম কার্দেশিয়ান।









কেনে ওয়েস্টের নতুন ভিডিওবাউন্ড টুতে বিবসনা হলেন কিম কার্দেশিয়ান, মঙ্গলবার আমেরিকান টিভি উপস্থাপিকা ইলেন ডি জেনারেসের শোতে ভিডিওটি উন্মোচন করা হয়, এতে দেখা যায় উঁচু উঁচু পাহাড় মরুভূমির পাশ দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছেন কেনে ওয়েস্ট, আর তার সামনে যৌন আবেদনময়ী ভঙ্গিতে বসে বাগদত্তা কিম কার্দেশিয়ান








কেনে ওয়েস্ট নিজেই ভিডিও ক্লিপটি প্রযোজনা করেছেন, কিম কার্দেশিয়ানের সঙ্গে কেনের ভালোবাসার কাহিনীই ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে, ভিডিওটি পরিচালনা করেছেন বৃটিশ প্রামাণ্যচিত্র নির্মাতা নিক নাইট







কেনে কিমের পাঁচমাস বয়সী একটি মেয়ে আছে, ভিডিওতে কেনে কিমের এই নগ্নতা তাদের সন্তানের জীবনে কোনো প্রভাব ফেলবে কী-না ইলেনের এমন প্রশ্নের উত্তরে কেনে বলেন, “আমি এই নগ্নতা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই, এটা নগ্নতার চেয়েও বেশি কিছু, ভিডিও নির্মাণে একটি বিশেষ উদ্দেশ্য আছে

 
ভিডিওটিতে একটা বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে, সে একদিন বাস্তব জগতে প্রবেশ করবে এবং এসব জানবে, শুনবে, তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন