Popular Posts

বিশ্বের সেরা আবেদনময়ী টিউলিসা



প্রখ্যাত ম্যাগাজিন এফ এইচএমএর জরিপে বিশ্বের সেরা আবেদনময়ী নির্বাচিত হয়েছেন টিউলিসা কন্টোসস্তাভোলস১৯৮৮ এর জুন মাসে জন্ম নেওয়া এই ব্রিটিশ সঙ্গীতশিল্পী  ছিলেন এক্স - ফ্যাক্টর এর বিচারকএই ব্রিটিশ সেলিব্রেটি গীতিকার হিসেবেও নাম কুড়িয়েছেন এরই মধ্যে  এবার এফ এইচএমএর জরিপে বিশ্বের সেরা আবেদনময়ী নির্বাচিত হলেন










  
সম্প্রতি প্রখ্যাত ম্যাগাজিন এফএইচএম সেরা ১০০ জন আবেদনময়ীর তালিকা প্রকাশ করেছেন, এ তালিকায় সেরা হয়েছেন ব্রিটিশ এই আবেদনময়ী ললনা



 তালিকার দ্বিতীয় ও তৃতীয় নাম যথাক্রমে শেরিল কোল ও রিয়ানারজানা গেছে এক্স ফ্যাক্টর ও টিউলিসার কেতাদুরস্ততা ও আভিজাত্যপূর্ণ চালচলন তাকে বিশ্বের সেরা আবেদনময়ীর খেতাব এনে দিয়েছে




বিশ্বের সেরা আবেদনময়ী টিউলিসার প্রাপ্তির খাতায় যে ভবিষ্যতে আরও পালক যোগ হবে তা বলাই বাহুল্য। তবে এতোটুকু এখন বলা যায়, টিউলিসার বৃহস্পতি এখন তুঙ্গে। 


তথ্য ও ছবিঃ ইন্টারনেট 
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন