Popular Posts

“পরিচালকরা উত্তেজনায় থাকেন”- হেলেনা বনহাম কার্টার।

মনে আছে হ্যারি পর্টার এর অভিনেত্রী হেলেনা বনহাম কার্টার এর কথা? ২৬ শে মার্চ, ১৯৬৬ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া দুবার একাডেমী অ্যাওয়ার্ড নমিনেশন পাওয়া এই মেধাবী অভিনেত্রীর সাথে পরিচালক টিম বারটনের সম্পর্কের বয়স প্রায় এক যুগ হতে চলল কিন্তু বিয়ের কোন খোঁজ খবর নেইএমনকি এ দুজনের দুটি সন্তানও আছে, কিন্তু হেলেনা বনহাম কার্টার বলছেন বিয়েটা নাকি করা হয় না আলসেমির কারণে!


চমকাবেন না! বোমা ফাটানো এখনও বাকি! তারা দুজনে একসাথে থাকেন না, থাকেন পাশাপাশি দুটি বাড়িতে, মজায় ব্যাপার বাড়ীদুটো আবার ভেতর দিয়ে যুক্তকেন এভাবে থাকেন?


হেলেনা বনহাম কার্টার জবাবে বলেন, পরিচালকরা সব সময় বেশি বেশি উত্তেজনায় ভোগেতাদের সাথে এক ছাদের নিচে থাকা যায়?





বোঝা যাচ্ছে হেলেনা বনহাম কার্টারের বিয়ের সময় আসতে এখনও ঢের বাকী









তথ্য ও ছবিঃ ইন্টারনেট 
< >

1 টি মন্তব্য:

  1. বিয়ে আর করার দরকার নাই বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দাউ।

    <a href="http://www.bd-article.com/" first bangla article directory

    উত্তরমুছুন