মার্ডার, পেয়ার ক্যা সাইড এফেক্টস,খোয়াইশের মতো অনেক ছবিতে
চুম্বনদৃশ্য করা মল্লিকা শেরওয়াতের বিতৃষ্ণা এসে গেছে এই ধরনের দৃশ্যে। মল্লিকা এখন আর স্বচ্ছন্দ
নন রুপালী পর্দায় সহ-অভিনেতাদের চুমু খাওয়ার ব্যাপারে। আগামী ছবি কিসমত ,লাভ ,পয়সা -দিল্লিতে মল্লিকা বিবেক
ওবেরওয়ের সাথে কোন চুম্বন দৃশ্য করেননি।
কিন্তু এখনও ছবির নির্মাতা এই বলে ছবির প্রচার চালাচ্ছেন যে ,বিবেক-মল্লিকার একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং বাকী আছে। এই ধরনের খবর রটাতে দেখে বাধ্য হয়েই বিবৃতি দিতে হয়েছে মল্লিকাকে। এই ধরনের প্রচার ও আলোচনায় তিনি নিজেও খুবই বিব্রতকর অবস্থায় পড়েছেন।
মল্লিকা স্পষ্ট করে জানিয়ে
দিয়েছেন, ছবিতে
এই ধরনের কোন দৃশ্য নেই, আর
এই ধরনের দৃশ্য ধারণে তার বিরক্তি এসে গেছে , ছবির নির্মাতারা যদি জোর করে এই
দৃশ্য ঢোকাতে চান তবে তাদের লিপ ডাবলের সহায়তা নিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন