Popular Posts

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন প্রতিদ্বন্দ্বী!



প্রিয়াঙ্কা চোপড়ার নতুন প্রতিদ্বন্দ্বী তার চাচাতো বোন পরিনীতি চোপড়া! হ্যাঁ, ঠিকই শুনছেনসল্পবসনা ও আবেদনময়ী চরিত্রে অভিনয়ের ইচ্ছে পোষণ করে তিনি তার বোন কে ছাড়িয়ে গেছেন






এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাহিনীর প্রয়োজনে উত্তাপ ছড়াতেও রাজী আছি, সল্পবসনা মানেই নগ্নতা নয়, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে



যশ চোপড়ার “লেডিস ভার্সেস রিকি ভ্যান” ছবির মাধ্যমে রুপালী পর্দায় পা রাখা এ ললনার নতুন ছবি “ইশকজাদে” মুক্তি পেয়েছে








দেখা যাক ইশকজাদে দিয়ে তিনি প্রিয়াঙ্কাকে জব্দ করতে পারেন নাকি








যাইহোক, পরিনীতি চোপরা যে বলিউডকে কিছু দিতে এসেছেন তা সহজেই অনুমেয়,এবং তাঁর প্রমান তিনি ইতিমধ্যেই রেখেছেন। সামনের দিনগুলোতে তিনি যে আরও প্রতিভার স্বাক্ষর রাখবেন তা বলাই বাহুল্য!


দেখা যাক, এমন খ্যাতিমান বোনের সাথে বলিউড যুদ্ধে তিনি কতদূর এগিয়ে যেতে পারেন। 




তথ্য ও ছবিঃ ইন্টারনেট
 
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন