হালের সেনসেশন ক্যাটরিনা
কাইফ কে নাকি “ধুম ৩” ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যাবে। ইতিমধ্যে ছবির এক তৃতীয়াংশ কাজ শেষ। এমনকি বলা হচ্ছে ছবির সাফল্য নাকি অনেকটা নির্ভর করছে ক্যাটরিনার আবেদনময়ী চরিত্রের উপর। ক্যাটরিনা এমনিতেই তাঁর সাফল্যের মধ্যগগণে আবস্থান করছেন।
তবে ধুম ৩ যে বলিউড
কাঁপাতে আসছে তা ধুম সিরিজের সাফল্যই বলে দেয়। ইতিমধ্যে ছবির এক
তৃতীয়াংশ কাজ শেষ। ২০১৩ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ধুম-৩র।
দেখা যাক পারফেক্টশোনিস্ট আমির খান কিভাবে এর জবাব দেন। তবে
পারফেক্টশোনিস্ট যে কখন হারবেন না তা অতীতে তিনি বহুবার প্রমান করেছেন, তবে ক্যাটরিনা
কাইফ তো কম যাননা, দুইজনের এই লড়াই জমবে ভালই। তবে আঁখেরে লাভ হবে কিন্তু দর্শকেরই!
যেমন প্রত্যাশার চাপ তেমনি আশা করা যায়, অতীত সাফল্যের মতো ধুম ৩ ও বক্স অফিসে সাফল্লের ঝড় তুলবে।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
ধুম সিরিয়ালটা এতটাই জনপ্রিয় জে ক্যাটরিনার চুম্বনের উপর নির্ভর করবে না
উত্তরমুছুনhttp://www.bd-article.com