অ্যাঞ্জেলিনা জোলির সাফল্যের পালে লেগেছে নতুন
হাওয়া। কয়েকদিন আগে ব্রাড পিটের কাছ থেকে পেয়েছেন বিয়ের প্রস্তাব, খুশির আনন্দে
নতুন রং ঢেলেছে নির্দেশক হিসেবে জোলির সাফল্য। তার অভিনয় দক্ষতার কথা আমরা সকলেই
জানি, কিন্তু, নির্দেশক হিসেবে তার প্রথম ছবি “ইন দা ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড
হানি” সমালোচক প্রশংসা কুড়িয়েছে প্রচুর। ছবিটি বসনিয়া- হার্জেগোভিনার দীর্ঘ
রক্তক্ষয়ী যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।
বসনিয়ার সরকার সারায়েভোর সত্যিকারের ইতিহাস “ইন
দা ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি” তে তুলে ধরার জন্য অ্যাঞ্জেলিনা জোলিকে সে
দেশের সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছেন। এক বিবৃতিতে সে দেশের সরকার বলেছেন, “যুদ্ধের
প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি, জাতিসত্তা এবং ইতিহাসের
মানুশের মদ্ধে সম্প্রীতি, মানবতাবোধ এবং গনতন্ত্রের আদর্শ তুলে ধরার ব্যাপারে
আঞ্জেলিনা জোলি অবদান রেখেছেন। তাই তাকে সম্মান জানাতে এই উদ্যোগ”। সত্যিই অ্যাঞ্জেলিনা
জোলির বৃহস্পতি এখন তুঙ্গে।
তথ্য ও ছবিঃ ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন