Popular Posts

বিপাশাকে নিয়ে নয়া গুঞ্জন!














হট গার্ল বিপাশা বসু নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে, তিনি আবার আসছেন পর্দা কাঁপাতে। সঞ্জয় গুপ্তের নতুন ছবি শুটআউট অ্যাট ওয়াডালা তে নতুন আইটেম সং দিয়ে আবারও ভক্তদের শিহরিত করতে আসছেন এই আবেদনময়ী আইটেম কুইন। ছবিতে মনোজ বাজপেয়ির সাথে ঘনিষ্ঠ দৃশে অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে। এই বিষয়ে অবশ্য বিপাশা বসু কোন মন্তব্য করতে রাজী হন নি।


শুধু এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এ ছবিতে অভিনয় করবেন বিপাশার সাবেক প্রেমিক জন আব্রাহামও। কিন্তু দুজনে একসঙ্গে অভিনয় করবেন কিনা তা নিয়ে রয়েছে ধুম্রজাল। এ বিষয়ে বিপাশার কাছে জানতে চাওয়া হলে রহস্যময় হাসিতে বলেন দেখা যাক। তবে সুত্র বলেছে, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পর্দায় জন- বিপাশার নোংরা রোমান্সে দেখার সম্বাবনা আছে।




অনেকে আবার বলছেন, সানি লিওন, নাথালিয়া কর, পুনম পাণ্ডের সাথে নাকি প্রতিযোগিতায় নেমেছেন এই হার্টথ্রব আইটেম কুইন। এ নিয়ে অবশ্য বিপাশা কোন মন্তব্য করতে রাজী হন নি। 



এদিকে আবার শোনা যাচ্ছে নতুন খবর, জন আব্রাহামের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই কৌতূহল কার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বিপাশা বসু। নাকি কারও সঙ্গে বাঁধতে যাচ্ছেন ঘর? বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর, বিদ্যা বালান এরই মধ্যে বিয়ে করে সংসার বেঁধেছেন। তাই এবার বিপাশা বসুকে ঘিরে আকাশে উড়ছে বিয়ের গুজব। বিপাশা তার পছন্দের মানুষ সম্পর্কে জানিয়েছেন, তাকে দেখতে যে খুব আহামরি হতে হবে তা নয়, শুধু আত্মবিশ্বাস থাকতে হবে। ব্র্যাড পিটের মতো হলেই  ভাল হয়। কারিনা কাপুর, বিদ্যা বালানের বিয়ে সম্পর্কে তিনি বলেন, ওরা ওদের মনের মানুষ পেয়ে গেছে বলেই আর দেরি করেনি। আমি ওদের বিয়েতে খুশি হয়েছি। কিন্তু আমার মনের মানুষের দেখা এখনও পেলাম না। তবে আমার এতো তাড়াহুড়ো নেই- বিপাশার সরল স্বীকারোক্তি।





তবে সময়ের হাতেই ছাড়া থাক উত্তরটা, সময়ই বলে দেবে কার বাহুবন্ধনে জড়াবেন বিপাশা।


তথ্য ও ছবিঃ ইন্টারনেট 
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন