ধুম-৩ তে আমিরকে হাইলাইট করায় ক্ষুব্ধ অভিষেক বচ্চন। মর্যাদা দেওয়া হচ্ছে না তাঁকে আর এ কারণেই রেগে আছেন অভিষেক! যশরাজ থেকে দর্শক সবাই খালি মাতামাতি করছেন কেবল আমির খানকে নিয়েই। এ ছাড়া ছবির প্রোমোশনের জন্য যে শহরেই গেছেন তিনি সেই শহরের পাবলিক এবং মিডিয়া উভয়ই নাকি অভিষেককে উপেক্ষা করে মাতামাতি করেছে শুধু আমির আর ক্যাটকে নিয়েই! ফেসবুক ও টুইটারে আমিরের ভক্তরা অভিষেকের ক্যারিয়ার নিয়ে বিদ্রুপ করছেন। অনেকেই বলেছেন উদয় ও অভিষেককে ধুম-৩ তে সুযোগ দিয়ে কিছুটা উপকারই করা হয়েছে।
আর এতেই রেগেছেন অভিষেক। ক্ষুব্ধ স্বরেই মিডিয়াকে তিনি বলেছেন, আমির নন, ধুম-৩ এর আসল হিরো আমি। কারণ আমিই ধুম সিরিজের সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ সদস্য! তিনি বলেন, জয় দীক্ষিত (ছবিতে অভিষেকের নাম) যদি না থাকত তাহলে ছবিটা কিসের ভিত্তিতে তৈরি হত? সুতরাং ধুম-৩ নাকি তাঁরই ছবি আর এর সাফল্যের ক্রেডিটটাও নাকি শুধুই তাঁর।
তবে ছবিতে আমিরের উপস্থিতি যে একটা নতুন মাত্রা এনেছে তা কি তিনি অস্বীকার করতে পারেন?- এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেছেন, যে আমির এখানে ভিলেন, হিরো নন। কারণ 'হিরো শুধুই আমি'! শোনা যাচ্ছে ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েও নাকি বেশ ক্ষুব্ধ অভিষেক! একটা গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করার স্বত্তেও কেন তাঁকে সাইড করে একমাত্র আমিরকেই হাইলাইট করা হচ্ছে এই নিয়ে আদিত্য চোপড়ার কাছে প্রশ্নও ছুড়েছেন অভিষেক বচ্চন।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন