মডেল ও অভিনেত্রী ডাকোটা জনসন সম্প্রতি স্বীকার করেছেন যে, বাস্তবে তার কোনো লজ্জা-শরমের বালাই নেই। সম্প্রতি একটি সিনেমার উত্তেজক দৃশ্যে অভিনয় প্রসঙ্গে একথা বলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।ব্রিটিশ লেখক ই এল জেমস এর উপন্যাস অবলম্বনে সিনেমা ‘ফিফটি শেডস অফ গ্রে’ অভিনেত্রী জানিয়েছেন সিনেমাটির বিশেষ দৃশ্যে অভিনয়ে তিনি কোনো লজ্জাবোধ করেননি।২৪ বছর বয়সী এ অভিনেত্রী সম্প্রতি ‘ইলি’র সর্বশেষ সংখ্যায় প্রচ্ছদকন্যা হয়েছেন।ডাকোটা বলেন, ‘আমার কোনোকিছু করতে সমস্যা নেই। গোপন বিষয়টি হল, আমার কোনো লজ্জা নেই।’ তিনি আরো বলেন, ‘বইটা পড়ে আমি বুঝতে পেরেছি যৌনতার চেয়েও আবেগগত বিষয়ে তারা বেশি মত্ত হয়। আমার মনে হয়, সেখানে মেয়েটার একটা অংশ আছে, যা একটা ছেলেকে ভেঙে ফেলে।’
তথ্য সূত্রঃ- ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন