অশ্লীলতার কারণে ফ্রান্সের
টেলিভিশনে দিনের বেলা প্রচারিত হবে না গায়িকা মাইলি সাইরাস এবং
ব্রিটনি স্পিয়ার্সের ভিডিও। সম্প্রতি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে
দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ। ব্যাং শোবিজ জানিয়েছে, ফ্রান্সের টেলিভিশন সম্প্রচারকারী
সেন্সরবোর্ড ‘কনসেইল
সুপেরিয়র দে অডিওভিজুয়েলে’ (সিএসএ)
এই নিয়ম
জারি করেছে। তারা টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দিয়েছে, রাত দশটার আগে
সাইরাসের ‘রেকিং
বল’ কিংবা
স্পিয়ার্সের ‘ওয়ার্ক
বিচ’-এর
মতো ভিডিও প্রচার
করা যাবে না।
সিএসএ কর্তৃপক্ষের মতে,
মাইলি সাইরাসের ভিডিও ‘রেকিং বল’ ব্যাপক মাত্রায় অশ্লীল।
এদিকে ব্রিটনি স্পিয়ার্সের ‘ওয়ার্ক বিচ’ ভিডিওতে তার পোশাক এবং অঙ্গভঙ্গি নারীদের জন্য অসম্মানজনক বলে
মনে করছে সিএসএ।
স্কাই নিউজ জানিয়েছে,
এতদিন কোনো সতর্কবাণী ছাড়াই ভিডিওগুলো প্রদর্শন করেছে কয়েকটি
ফরাসি চ্যানেল।
এদিকে ইউটিউবে এখন পর্যন্ত ‘রেকিং বল’ ভিডিও দেখা হয়েছে ৪৭ কোটি ৪০ লাখ বার। আর ‘ওয়ার্ক বিচ’ দেখা হয়েছে ৭ কোটি
বার।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন