গত বছরও বলিউডে রাইমা অভিনীত একটি ছবি মুক্তি পায়। কিন্তু সেটি একদমই আলোচনায় আসেনি। এদিকে নতুন খবর হলো, রাইমা সেন এবার আসতে যাচ্ছেন আইটেম গার্ল হয়ে। বলিউডের কোন আইটেম গানে এই প্রথমবারের মতো পারফর্ম করছেন তিনি। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। এম রাকেশ পরিচালিত নতুন একটি ছবিতে তাকে খোলামেলা আইটেম গানে পাওয়া যাবে। গানটির কোরিওগ্রাফি করবেন গনেশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান।
খোলামেলা ঘাঘরা-চোলিতে মূলত এ গানটির দৃশ্যায়ন সম্পন্ন হবে। রাইমা এখন কলকাতায় অবস্থান করলেও আগামী মাসের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ গানটির শুটিং করতে মুম্বই যাবেন তিনি। জানা গেছে, গানটির একটি অংশে রাইমার বোন রিয়াকেও দেখা যেতে পারে। তবে তা এখনও পাকাপাকি হয়নি।
সম্প্রতি এই বিষয়ে দেয়া একটি সাক্ষাৎকারে রাইমা বলেন, এটা ঠিক যে এম রাকেশের নতুন ছবিতে একটি আইটেম গানে কাজ করতে যাচ্ছি। সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুটিং হওয়ার কথা। গানটিতে খোলামেলাভাবেই দেখা যাবে আমাকে। আশা করছি প্রথম আইটেম গানটি ভালভাবেই শেষ করতে পারবো।
উল্লেখ্য, বর্তমানে কলকাতায় অবস্থান করছেন রাইমা সেন। মূলত নানী সুচিত্রা সেনের অসুস্থতার কারণেই সেখানে রয়েছেন তিনি। আর নিয়মিতই হাসপাতালে গিয়ে নানীর খোঁজ-খবর নিচ্ছেন রাইমা সেন।
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন