![]() |
এই ছবিতে ববিকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এক
কথায় বলতে গেলে এখানে ববি অ্যাকশান গার্ল জেসমিন।’ 'এ ছবিতে ববিকে বৈচিত্রময় রূপে পাবেন দর্শকরা। এতে ববি
দ্বৈত চরিত্রে অভিনয় করছে। ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, এই ছবিতে সায়মন ও ববির যুগলবন্ধী দর্শকদের নজর কাড়বে, এবং এই ছবিতে নতুন রুপে দেখা যাবে সায়মনকেও।
![]() | |
ছবিটিতে আরও অভিনয় করছেন সায়মন, মিশা সওদাগর, কাবিলা
প্রমুখ। পুরো ছবির চিত্রায়ন হবে দেশেই। আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাবে 'অ্যাকশন জেসমিন’।
'খোঁজ দ্য সার্চ' দিয়ে আলোচনায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত
অভিনেত্রী ববি ও নায়ক সায়মন
কীরকম সাড়া পান এই 'অ্যাকশন
জেসমিন' ছবিতে সেইটাই এখন
দেখার বিষয়।
আপলোডের
তারিখঃ ২৭ জানুয়ারী, ২০১৪ ইং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন