Popular Posts

যৌন হেনস্থার শিকার ঋতুপর্ণা!




তেজপালের তেহেলকা কাণ্ডের কথা মনে আছে তো? খবর থেকে সোজা চিত্রনাট্যে চলে এলো তেজপালের তেহেলকা কাণ্ড। আর তারই দেখা মিলবে সিনে পর্দায়। চলচ্চিত্র জগতে এই ঘটনা এখন হরহামেশাই ঘটছে। এবার সেই তালিকায় ঢুকে পড়ল সদ্য ঘটে যাওয়া তেহেলকা কাণ্ড। পরিচালক রাজা সেনের নতুন ছবি "খাঁচাতে" উঠে আসতে চলেছে তরুণ তেজপাল যৌন হেনস্থা কাণ্ড।

রাজা সেনের এই ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গে রয়েছেন পার্ণো মিত্র, ঋত্বিক চক্রবর্তী ও ফেরদৌস।

ঋতুপর্ণার ভাষায়, "তেজপাল কাণ্ড ঘটার আগেই রাজাদা চিত্রনাট্য লিখে ফেলেছিলেন, এখন দেখছি ছবির চিত্রনাট্যের সঙ্গে বহু মিল রয়েছে আসল ঘটনার"। 



ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে একজন কর্পোরেট নারীর চরিত্রে। যে তার বসের দ্বারা যৌন হেনস্থার সম্মুক্ষীন হয়। ছবিতে ঘটনাচক্রে পাণোর্র সঙ্গে দেখা হবে ঋতুপর্ণার। সেও একইরকম এক ঘটনায় ভুক্তভুগি। ছবিতে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন সাংবাদিকের চরিত্রে। রাজা সেনের "খাঁচাতে" ঋতুপর্ণাকে দেখা যাবে একাধারে গৃহবধূ ও চাকুরিজীবী চরিত্রে। ঋতুপর্ণা মনে করছেন এটি তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং। ছবিতে ঋতুপর্ণার স্বামীর চরিত্রে রয়েছেন ফেরদৌস। দেখা যাক ছবিটি কেমন সাড়া জাগাতে পারে দর্শকমনে। 


তথ্য ও ছবিঃ ইন্টারনেট
 



< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন