সুহাসিনী আকর্ষণীয়
লম্বা পায়ের অধিকারিণী দীপিকা পাডুকোন,
যে কিনা নায়ক ছাড়াই একাই যথেষ্ট চলচ্চিত্রকে
এগিয়ে নিয়ে যেতে। এক বছরেই চার চারটি ব্লকবাস্টার হিট উপহার দিতে পেরেছেন খুঁজলে
এমন নায়িকা পাওয়া দুর্লভ। বলিউড জগতে একাই একশো এই নায়িকা এবার ২৮ তম জন্মদিন পালন
করবেন।
মডেলিং দিয়েই বলিউড
জগতে পদার্পণ করেন এই নায়িকা। তার ফটোজেনিক লুক পরিচালকদের নজর কাঁড়তে সক্ষম হয় ।
যার দরুন ছোট কোন নায়কের বিপরীতে নয় বরং বলিউড বাদশার বিপরীতে প্রথম অভিষেক গতে
দীপিকা পাডুকোনের।
এরপর একে একে ‘বাচনা এ হাসিনো’, ‘ককটেল’, ‘কার্তিক কলিং কার্তিক’ এবং ‘লাভ আজকাল’ এর মতো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
তার সকল পরিশ্রম ও
ত্যাগের ফলাফল সে পেয়েছে ২০১৩ সালে এসে। এভাবেই মেয়ের সফলতা প্রসঙ্গে বলেন তার
বাবা।
ব্যাক্তিগত জীবনে বেশ
চড়াই উতরাইয়ের পরও ভালই আছেন এই তারকা। রাণবীর সিংয়ের সাথে সম্পর্ক নিয়ে লুকোচুরি
খেললেও শেষ পর্যন্ত তা আর লুকিয়ে রাখতে পারেননি দীপিকা।
এতে কোন সন্দেহ নেই যে
দীপিকা তার প্রতিভা দিয়ে বলিউড জগতে শীর্ষ স্থানে থাকেবেন। তারপরও আগামী বছরটিতেও
যাতে বলিউড পাড়া দাপিয়ে বেড়াতে পারেন এই তারকা সেই কামনাই রইল। শুভ জন্মদিন
দীপিকা।
তথ্য ও ছবিঃ ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন