হাজারো ভক্তদের ভোটে পিপল ফর এথনিকাল ট্রিটমেন্ট অব এনিম্যালস (পেটা)
খুঁজে পেয়েছে এ বছরের সবচেয়ে আবেদনময়ী নিরামিষাশী তারকাকে। সবচেয়ে বেশি ভোট পেয়ে
শীর্ষে আছেন কঙ্গনা রানাওয়াত। এ ছাড়া পেটার পুরুষদের তালিকায় সেরা হয়েছেন বিদ্যুৎ
জামওয়াল।
ভারতের ২০১৩ সালের সবচেয়ে আবেদনময় নিরামিষাশী নির্বাচিত করতে গিয়ে রীতিমতো
হিমশিম খেতে হয়েছে পিপল ফর এথনিকাল ট্রিটমেন্ট অব এনিম্যালস (পেটা) নামের
আন্তর্জাতিক সংস্থাটিকে। আগের বছরের শীর্ষ দুই তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও শহীদ
কাপুর তো আছেনই, সে সঙ্গে নিরামিষাশী তারকাদের তালিকায় রয়েছেন অমিতাভ
বচ্চন, কারিনা কাপুর খান, মাধবন, বিদ্যা বালানের মতো তারকারা।
পেটার ভারতীয় শাখার মিডিয়া ম্যানেজার বলেছেন, “বলিউড তারকারা নিরামিষাশী হওয়ার পাশাপাশি পশুর প্রতি
তাঁদের দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন। কঙ্গনার সৌন্দর্য আর বিদ্যুতের সিক্স প্যাক
প্রমাণ করে শরীর ও সৌন্দর্য বজায় রাখার জন্য পশু হত্যার প্রয়োজন নেই”। দরকার শুধু
মানসিকতার!
তথ্য ও ছবিঃ ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন