প্রেমিক রোমেইন ডরেইকের সঙ্গে বাগদান
সম্পন্ন হলেও খুব শীঘ্রই বিয়ে করছেন না ‘হার’ খ্যাত
তারকা স্কারলেট জোহানসন।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর
বয়সী এই হলিউড তারকা জানান, বিয়ের
ব্যাপারে খুব তাড়াহুড়ো নেই তার।
বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স টু’ ছবির
কাজ নিয়ে স্কারলেট ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্কারলেট জানান, বিয়ে স্বাভাবিক নিয়মেই হবে। এ নিয়ে তার
কোনো পরিকল্পনা নেই। বর্তমানে নিজের কাজের ওপরেই সব গুরুত্ব দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে কানাডিয়ান অভিনেতা রায়ান রেনোল্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান স্কারলেট। পরের
বছরেই বিয়ে করেন দুজনে। তবে বেশি দিন টেকেনি সেই সম্পর্ক।
বিয়ের তিন বছরের মাথায় ২০১০ সালে
রোয়ানের কাছ থেকে আলাদা হয়ে যান স্কারলেট। ২০১১ সালের ১ জুলাই রায়ানের সঙ্গে
স্কারলেটের বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়।
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার এক বছরেরও বেশি
সময় পর ২০১২ সালের নভেম্বরের দিকে অ্যাডভার্টাইজিং অ্যাজেন্সির মালিক
রোমেইন ডরেইকের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে স্কারলেটের। গত বছরের সেপ্টেম্বরে
রোমেইন-স্কারলেটের বাগদান সম্পন্ন হয়।
এখন, অপেক্ষার পালা কবে বাজে স্কারলেট
জোহানসনের বিয়ের সানাই।
আপলোডের
তারিখঃ ২৭ জানুয়ারী, ২০১৪ ইং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন