Popular Posts

জন আব্রাহামের বাগদান

বলা হয়ে থাকে জীবনে সাফল্যের জন্য নাকি ভাল রাশি থাকতে হয়, ভাল রাশি থাকলে তবেই না রাশিফল ভাল হবে! যাই হোক, চলতি বছরটা কিন্তু বেশ ভালো কেটেছে জনের। সাফল্যের রাশি যেন মোটেই তার পিছু হটছে না, রেইস টুর ব্যাপক সাফল্যের মাধ্যমে বছর শুরু। এরপর শুটআউট অ্যাট ওয়াডালাসিনেমায় দুর্দান্ত অভিনয় করে খুশি করলেন সমালোচকদের। একজন প্রযোজক হিসেবেও সফল জন। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা মাদ্রাজ ক্যাফেশুধু সমালোচকদেরই দৃষ্টি কাড়েনি, পেয়েছে দর্শকপ্রিয়তাও।
জনপ্রিয় এই অভিনেতার ৪১তম জন্মদিনে খ্যাতনামা জ্যোতিষী ভাভিক সাংঘভি ধারণা করছেন, ২০১৪ সাল হতে পারে জনের বাগদানের বছর।
জ্যোতিষীর মতে ক্যারিয়ারে বেশ কয়েকবার চড়াই উতরাই পেরোতে হলেও শেষমেশ জনের সাফল্য নিশ্চিত। প্রতিবছর বাড়বে তার অর্থবিত্তের পরিমাণ।
সাংঘভি আরও ভবিষ্যতবাণী করেন যে, বিয়ের পিঁড়িতে না বসলেও ২০১৪ সালে প্রেমিকার সঙ্গে বাগদান অবশ্যই সম্পন্ন করবেন জন।

সাংঘভির হিসেব অনুযায়ী, জনের আগামী সিনেমা ওয়েলকাম ব্যাকখুব ভালো ব্যবসা না করলেও পরবর্তী প্রকল্প হামারা বাজাজব্যাপকভাবে সমাদৃত হবে।
২০০২ সাল থেকে দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১১ সালের শুরুতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদ হয় জনের। এরপর থেকে প্রিয়া রুঞ্চালের সঙ্গে প্রেম করছেন তিনি। আমেরিকান নাগরিক প্রিয়া পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে মুম্বাইতে জনের সঙ্গে প্রথম দেখা হয় প্রিয়ার। দেখা যাক, এই জ্যোতিষীর কথা আসলেই ফলে কিনা?  
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন