Popular Posts

দীপিকাকে জ্যাকলিনের বিশেষ উপহার!

নিমন্ত্রণ পেলেও কাজের ব্যস্ততার কারণে দীপিকা পাড়ুকোনের পার্টিতে অংশ নিতে পারেননি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজ। তবে দীপিকাকে মাফিন (এক ধরনের পিঠা) বানিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী- এ খবর জানিয়েছে মিডডে পত্রিকা।
সহশিল্পী দীপিকার জন্য এবার উপহার হিসেবে মাফিন (এক ধরনের পিঠা) পাঠাবেন জ্যাকলিন। আর এই মাফিন তিনি বানাবেন নিজের হাতে।
জ্যাকলিনের এক বন্ধু মিডডেকে বলেন, “নিমন্ত্রণ রক্ষা করতে না পারলেও, দীপিকাকে এক ঝুড়ি মাফিন উপহার হিসেবে পাঠাতে চাইছেন জ্যাকলিন। আর এই মাফিন নিজের হাতেই বানাবেন তিনি। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন সালমান খানের বিপরীতে তার সিনেমার কিক-এর শুটিং নিয়ে। শুটিংয়ের কাজে ইউনিটের সঙ্গে এখন তিনি অবস্থান করছেন কারজাট শহরে।
জ্যাকুলিন কাজ করছেন আরও দুটি সিনেমায়। তার একটি হলো,অ্যাকোর্ডিং টু ম্যাথিউএটি হবে জ্যাকলিন অভিনীত ইংরেজি ভাষার বলিউড সিনেমা। আরও হাতে আছে আরও একটি ছবি যেখানে তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন