Popular Posts

শ্রীদেবীর বাড়িতে আগুন

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মুম্বাইয়ের আন্ধেরী এলাকায় অবস্থিত বাড়িতে শনিবার আগুন লাগে। বাড়িটিতে বনি কাপুর ও শ্রীদেবী কাপুর দম্পতি বসবাস করতেন। তবে আগুনে কেউ হতাহত না হলেও এতে শ্রীদেবীর বেডরুম সম্পূর্ণ পুড়ে গেছে।
মিড ডে সূত্র জানিয়েছে, শ্রীদেবীর বাড়ির বেডরুমের এয়ারকন্ডিশনিং সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের শুরুর কয়েক মিনিট পরেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়।
শ্রীদেবীর পারিবারিক এক সূত্র জানিয়েছে, ‘শ্রীদেবীর বেডরুমের এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূচনা হয়। এতে প্রায় সম্পূর্ণ বেডরুমই পুড়ে গেছে।’
শ্রীদেবীর বিজনেস ম্যানেজার পংকজ খারবান্দা বলেন, ‘শ্রীদেবীর বেডরুমের ওয়ার্ডরোবে রাখা তারা আঁকা সব চিত্রকর্ম আগুনে পুড়ে গেছে। আমার মনে হয় না বেডরুমের কোনোকিছু এ থেকে রক্ষা পেয়েছে।’

তিনি আরো জানান, আগুন লাগার পর শ্রীদেবী দ্রুত প্রধান সুইচ অফ করে দেওয়ায় আগুন অন্য কক্ষগুলোতে ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের সময় শ্রীদেবী, তার শাশুড়ি ও মেয়ে সেই বাসায় ছিলেন।
আগুন লাগার খবরে দমকল বাহিনীর একটা অগ্নিনির্বাপক ইঞ্জিন ও একটি ট্যাংকার সেখানে ছুটে যায়। দমকল বাহিনী কর্মকর্তা বলেন, ‘কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ও আধঘণ্টা পর সেগুলো ফিরে আসে। এটা সামান্য একটা অগ্নিকাণ্ড ছিল।’


< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন