Popular Posts

লাক্সতারকা সুমাইয়া আজগার রাহার রহস্যজনক মৃত্যু


লাক্স তারকা সুমাইয়া আজগার রাহা( ২০) শুক্রবার রাতে রহস্য জনক ভাবে মারা গেছেন, পরিবারের লোক জন বিষয়টা চেপে যাওয়ার পরও ক্রমশ প্রকাশ পেতে থাকে রাহার মৃত্যুর খবর, রাহার মৃত্যু নিয়ে ইতি মধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। 

বিশ্বস্ত সূত্রের খবরে প্রকাশ থাকে যে, শুক্রবার রাত্রে অনেকটা রহস্য জনক ভাবে নিজ বাসভবনেই মারা যান লাক্স তারকা সুমাইয়া আজগার রাহা।

তার সহকর্মীদের দাবি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে, এবং প্রভাবশালীদের হুমকির ভয়ে কাউকে না জানিয়ে তাকে কবর দেয়া হয়েছে। এই মৃত্যু আমদের মিডিয়া জগতে এক বিশাল শূন্যতা বয়ে আনবে এই কথাটা নিঃসন্দেহে বলা যায়, অল্প কিছু কাজের মাধ্যমেই রাহা সফলতার শীর্ষে চলে এসেছিলেন, তাই এই মৃত্যু মিডিয়া জগতের উপর নিঃসন্দেহে এক বিশাল আঘাত।







মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না, লোকমুখে  সুমাইয়া আজগার রাহার মৃত্যুর খবর শুনে তিনি এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন এখন। তবে এই বিষয়ে তিনি রাহার পরিবারের সাথে কথা বলবেন এবং ঘটনার তদন্ত শুরু করবেন। 


রাহার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তার মৃত্যুর খবর মিডিয়ার কেউ না জানার আগেই শনিবার দুপুরে অনেকটা চুপিসারে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি একথা জানান,
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক


 


শনিবার বিকেলের দিকে রাহার মৃত্যুর খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যুকে কেন্দ্র করে নানা কথা আসতে থাকে।

তার সহকর্মী নাম প্রকাশ না করা শর্তে বলেন, তার পরিবার থেকে অনেক সমস্যা ছিল। কারণে তারা তার বাসায় যেত না। এক সময় তারা জাপান গার্ডেন সিটিতে থাকলেও গত তিন মাস আগে তারা জাপান গার্ডেন সিটির ১৩ নম্বর বিল্ডিংয়ের বাসা ছেড়ে দেয়। এরপর তারা কোথায় উঠেছে তা কেউ জানতো না।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্সতারকা প্রতিযোগিতায় রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে- হুমায়ূন আহমেদের পরিচালনায় `জল তরঙ্গ`, সালাউদ্দিন লাভলুর `স্বপ্নবাজার`, মাসুনের `পুতুল খেলা` `পাটিগণিত`, রেদওয়ান রনির `উচ্চতর শারীরিক বিজ্ঞান` `লাকি থারটিন`, রিজিয়া মাসুদের `দিন বদলের পালা`, শরাফ আহমেদ জীবনের `কামিং সুন` এবং এক খণ্ডের নাটক `এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি`, `জিম্মি`, `যত চিনি তত মিষ্টি`, `কাজী অফিস`, `ফোরটি টু মিনিটস`, `মেঘ ডেকেছে বেলায় বেলায়`, `টাইম বোম`, শেখ সেলিমের পরিচালনায় `মাকড়সা`, মাছরাঙা টিভিতে `ইউনিভার্সিটি` প্রভৃতি।
 তাঁর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসে বিনোদনপাড়ায়।  মিডিয়া একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রীকে হারাল।




তথ্য ও ছবিঃ ইন্টারনেট

< >

1 টি মন্তব্য:

  1. খুব খারাপ লাগল খবরটি পড়ে, আমার খুব প্রিয় অভিনেত্রী ছিল রাহা, আল্লাহ্‌ যেন তাকে বেহেশতে নসিব করেন।

    উত্তরমুছুন