একতা কাপুরের রাগিণী এম এম এস ছবিতে কাজ করছিলেন সানি লিওন এতটুকু আমরা সবাই জানি, কিন্তু নতুন বোমা বিস্ফোরণ করেছেন তিনি, একটি ভারতীয় পর্ণ সাইটের তিনি শুভেচ্ছা দূত হয়েছেন তিনি।
তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনায় রয়েছেন, নতুনভাবে এই খবর আবার তাকে আলোচনার মধ্যমণিতে পরিণত করেছে। পর্ণ তারকার যে তকমা তাঁর ঘুচে যাওয়ার অপেক্ষায় ছিল, এই নতুন কাজের ফলে তা আবার গুঞ্জনে পরিণত হয়েছে। তবে কি আবার? উত্তর সময়ের কাছেই ছেড়ে দিলাম আমরা, আপাতত পাকা খবর তিনি একটি ভারতীয় পর্ণ সাইটের তিনি শুভেচ্ছা দূত হয়েছেন।
বোম্বের নায়িকাদের ঘুম কেড়ে নিয়ে তিনি এখন তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তুমুল আলোচনা- সমালোচনার ঝড় তুলেছেন।
যে সাইট টিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তার নাম “বেশরম”, তবে সাইটটির পূর্ণ
ঠিকানা এখন আমরা পাইনি। তবে খুবই তাড়াতাড়ি জানা যাবে সাইটটির নাম।
দেখা যাক বলিউডের দর্শকরা এই আলোচনা- সমালোচনার কিরকম জবাব দেয়, আর সানিকেই বা তারা কিভাবে রাগিণী এম এম এস ছবিতে গ্রহন করে?
তথ্য ও ছবিঃ
ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন