Popular Posts

পাকিস্তানী পণ্যের মডেল কারিনা কাপুর

ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানের একটি পণ্যের মডেল হওয়ার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন বলিউড নায়িকা কারিনা কাপুর। “কিউ মোবাইল” নামে পাকিস্তানের একটি সেলফোন নির্মাতা প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে শিগগির দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে। 

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, নতুন বিজ্ঞাপনটির শুটিং হবে থাইল্যান্ডে।

কিউ মোবাইল কোম্পানির প্রধান বাজারজাতকরণ নির্বাহী জিশান কুরেশি এ প্রসঙ্গে বলেছেন, পাকিস্তানে কারিনার জনপ্রিয়তা ব্যাপক। আর সে কারণে তাকেই এই চুক্তির প্রস্তাব দেয় হয়।


এর আগে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনের জন্য অভিনেতা আদিত্য রয় কাপুরকে বেছে নেয় কিউ মোবাইল। আদিত্যর সেই বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয় হয়। আর তাই এবার একজন অভিনেত্রীকে নিজেদের পণ্যদূত করার সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি। দেখা যাক, “বেবো”র এই বিজ্ঞাপন কীরকম জনপ্রিয় হয়।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন