Popular Posts

সালমান-জেক্যুলিন একসাথে!




বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডে তার বয়স খুব বেশিদিন না হলেও শ্রীলঙ্কান এই সুপার মডেল  একটা ভালো অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। 'রেস টু' ছবির মধ্য দিয়ে চলতি বছরেও একটি বাম্পার হিট উপহার দিয়েছেন তিনি।

রেস-টু ছবিটি বাদে তার অভিনীত আর কোনো ছবি এ বছর মুক্তি না পেলেও আগামী বছর জ্যাকুলিন হাজির হচ্ছেন বেশ ক'টি ছবি নিয়ে। তার মধ্যে সবচেয়ে প্রত্যাশিত ছবি হচ্ছে 'কিক'কেননা, এই ছবিতে জ্যাকুলিন অভিনয় করছেন দাবাং সুপারস্টার সালমান খানের বিপরীতে। আর সালমান মানেই তো হিট ছবির সমাহার।


মোদ্দাকথা হচ্ছে, জ্যাকুলিনের ভাগ্যের পালে লেগেছে সালমানের হাওয়া, নতুন বছর ভালই কাটতে যাচ্ছে জ্যাকুলিনের!

< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন