প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বিতর্কিত ও আলোচিত সংগীতশিল্পী আরফিন রুমির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন রুমির স্ত্রী অনন্যা ও তাদের মা, ভাই ও আত্মীয়স্বজন। এর আগে গত বছর ১২ অক্টোবর তাকে কারাগারে যেতে হয়। পরে অবশ্য তাকে জামিন দেন আদালত।
আরফিন রুমি ভালবেসে বিয়ে করেন পুরোনো ঢাকার মেয়ে অনন্যাকে। দুই জনার পরিচয় গানের মধ্য দিয়ে। তখন রুমি স্টেজ শোতে গান করতেন অনন্যাকে সঙ্গে নিয়ে। বিয়ের পর সংসার এবং রুমির অনাগ্রহের কারণে গান থেকে নিজেকে সরিয়ে নেন অনন্যা। দুই বছরের মাথায় এই সংসারে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। নাম তার আরিয়ান। অনন্যা গান ছেড়ে স্বামীর যৌথ সংসারের হাল ধরলেও একই সময়ে হাবিব-ফুয়াদের হাত ধরে আরফিন রুমি নিজেকে বিকশিত করেন মিউজিক ইন্ডাষ্ট্রিতে।
মিউজিক ইন্ডাষ্ট্রিতে টানা দুই বছরে আকাশ ছোঁয়া সফলতা অর্জন করেন আরফিন রুমি। তবে আরফিন রুমির এই আকাশ ছোঁয়া অবস্থান হুট করেই নড়বড়ে হয়ে যায় গেল বছর অক্টোবরের দিকে। তখন তিনি স্টেজ শোর আমন্ত্রনে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে। সে সময় বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে প্রকাশিত হয় আমেরিকা প্রবাসী কামরুন নেসা নামের এক ভক্তর সঙ্গে রুমির প্রেম ও বিয়ের খবর।
একই মাসের ২৪ তারিখ তিনি সেই খবরের সত্যতা প্রমাণ করে ঢাকায় পা রাখেন কামরুন নেসাকে সঙ্গে নিয়ে। ওই রাতেই সবাইকে চমকে দিয়ে রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমির দাদার বাড়ি) দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শুরুতে সংসারে শান্তির কথা শোনা গেলেও ক্রমশ তৈরি হয় সমস্যা। নির্যাতনের অভিযোগে আরফিন রুমির বিরুদ্ধে মামলা দায়ের করেন অনন্যা। এ মামলায় কারাগারে যেতে হয় তাকে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে এস আব্দুল হানিফের মেয়ে লামিয়া ইসলাম অনন্যার পারিবারিকভাবে বিয়ে হয়। ২০১২ সালের ২৪ অক্টোবর রুমি প্রথম স্ত্রী অনন্যার মত নিয়ে আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন। রুমির সঙ্গে বিয়ের জন্য কামরুন নেসা তার প্রথম স্বামীকে ডিভোর্স দেন।
তথ্য সূত্রঃ- ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন