বুধবার রাতে
বসুন্ধারায় বসে রাব্বি আর শ্রিয়া ঠিক করলেন বৃহস্পতিবারই বিয়ে করবেন। তারপর
উভয়পক্ষের অভিভাবকদের জানানো হলো। তাঁরা বিয়ের দিনে বিশেষ কোন আয়োজনের কথা
ভাবেননি। দুপক্ষের অভিভাবকরাও তাতে সাড়া দিলেন। মীর রাব্বি আরও জানান, ‘২০১৩ সালের মাঝামাঝি সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বছরের শেষদিকে বিয়ে
করার। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা হয়ে উঠেনি।’ বিয়ে নিয়ে তাঁদের অনুভূতির কথা জানতে চাইলে মীর রাব্বি বলেন, আসলে এখনো ঘোর কাটিয়ে উঠতে পারিনি।
উল্লেখ্য, মীর রাব্বি এবং শ্রিয়া সর্বজয়ার পরিচয় ঘটে এবিসি রেডিওতে থাকার সময়।
বর্তমানে তারা দুজনেই ‘রেডিও স্বাধীন’এ স্টেশন ইনচার্জ পদে
দায়িত্ব পালন করছেন। শ্রিয়া সর্বজয়ার বাবা আলী যাকের, মা সারা যাকের, ভাই ইরেশ যাকের তিনজনই মিডিয়ার সাথে জড়িত। তাদের পথ ধরে
মিডিয়ায় এসেছেন শ্রিয়া। বৈশাখী টেলিভিশনে উপস্থাপনা করেছেন ‘তারা ও জোসনার গল্প’ নামের একটি অনুষ্ঠান। এছাড়া বেশ কিছু নাটকেও অভিনয়
করেছেন আরজে মীর রাব্বি এবং শ্রিয়া সর্বজয়া। মীর রাব্বি দেশের প্রথম এফএম রেডিও
টুডেরও আরজে ছিলেন। পরে কি ঘটা করে আপনাদের বিয়ের আনুষ্ঠানিকতাগুলো হবে ? এমন প্রশ্নে জনপ্রিয় আরজে রাব্বি কেবলি হেসেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন