গতকাল রোববার এফডিসির ৮নং ফ্লোরে ঢুকেই চোখ কপালেউঠে গেলো। মনে হলো কোনো পাঁচতারকা হোটেলের বারে প্রবেশ করেছি। চারদিকে শেলফে সাজানো বিদেশি আর বাহারি মদের সারি সারি বোতল। ফ্লোরজুড়ে আলো আঁধারিরখেলা। মাঝেমাঝেই চোখে এসে পড়ছে লাল নীল আলো,মুহূর্তেই তা মিশে গিয়ে ঘনিয়ে আসছে অন্ধকার।
তবে ভুল ভাঙলো চিত্রনায়িকা ববিকে দেখে। কারণ, ১৯ জানুয়ারি বিকেলে এফডিসির এই ফ্লোরেই প্রযোজনা প্রতিষ্ঠান‘দ্য অ্যাড্রেস’ প্রযোজিত এবং ইফতেখার চৌধুরী পরিচালিত‘ওয়ান ওয়ে’ ছবির মহরত ও একটি পার্টি সংগীতের দৃশ্য ধারণের কথা ছিল। আর ছবির সেই গানটিতে নায়ক বাপ্পির সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ববি।
ববির সঙ্গে দু’চার কথা বলতে বলতেই আমন্ত্রিত অতিথি,ছবিটির কলাকুশলী আর গণমাধ্যমকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠলো এফডিসির ৮নং ফ্লোর। এরই মধ্যে ছবিটির পরিচালক মাইক্রোফোন হাতে নিয়ে মহরত অনুষ্ঠানের সূচনা করলেন। তিনি বললেন, ‘প্রথমবারের মতো আমাদের দেশে এমন একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে যার প্রতিটি চরিত্রই নেগেটিভ। আশা করছি, দর্শককে ভিন্ন কিছু দিতে পারব।’তারপর ছবিটির নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘ইফতেখার ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই ছবিতে আমাকে অন্যান্য ছবির মতো রোমান্টিক কিংবা অ্যাকশন হিরো রূপে নয়, বরং ভিন্ন একটি রূপে দেখবেন দর্শকরা।’
নায়িকা ববি বলেন, ‘আমি সাধারণত গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করি। কিন্তু এ ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে আমাকে।’
বক্তব্য দেয়ার পলা শেষ হলে বিশাল আকারের একটি কেক কেটে ‘ওয়ান ওয়ে’র মহরত ঘোষণা করেন ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী। এসময় নায়িকা ববি ও নায়কবাপ্পিকে কেক খাইয়ে দেন পরিচালক।
মহরত অনুষ্ঠানের পরপরই শুরু হয় পার্টি সংগীতের দৃশ্যধারণ কাজ, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ‘এমন শুধু চাই হারাতে দূর সীমানায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অদিত ও দোলা। ‘ওয়ান ওয়ে’ ছবিতে পাঁচটি গান রয়েছে। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন অদিত।
‘ওয়ান ওয়ে’ ছবিটিতে ইমন চরিত্রে অভিনয় করছেন নায়ক বাপ্পি এবং আইভি চরিত্রে অভিনয় করছেন নায়িকা ববি। ছবিটির গল্পে নায়ক বাপ্পি ছোটবেলা থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। তারা তিন ভাই গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করে। একসময় মিলন ড্যানিকে মেরে নিজে ডন হয়। পরবর্তীতে তাকে মেরে ফেলে ববি। তাই ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বাপ্পি। কিন্তু ঘটনার মারপ্যাঁচে সেই ববির সঙ্গেই বাপ্পির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনেক পরে বাপ্পি জানতে পারে প্রেমিকা ববি আগের গডফাদার ড্যানি সিডাকের মেয়ে, যাকে তার ভাই হত্যা করেছে। এভাবেইে এগিয়ে যেতে থাকে ছবিটির গল্প।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলনসহ আরো অনেকে।
গতকাল থেকে শুরু হওয়া প্রথম লটের শ্যুটিং শেষ হবে ২৭ জানুয়ারি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ মে শেষ হবে দ্বিতীয় লটের শ্যুটিং। ছবিটির বেশিরভাগ শ্যুটিং হবে এফডিসি, উত্তরা, সাভারসহ দেশের বেশ কয়েকটি মনোরম লোকেশনে।
ববির সঙ্গে দু’চার কথা বলতে বলতেই আমন্ত্রিত অতিথি,ছবিটির কলাকুশলী আর গণমাধ্যমকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠলো এফডিসির ৮নং ফ্লোর। এরই মধ্যে ছবিটির পরিচালক মাইক্রোফোন হাতে নিয়ে মহরত অনুষ্ঠানের সূচনা করলেন। তিনি বললেন, ‘প্রথমবারের মতো আমাদের দেশে এমন একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে যার প্রতিটি চরিত্রই নেগেটিভ। আশা করছি, দর্শককে ভিন্ন কিছু দিতে পারব।’তারপর ছবিটির নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘ইফতেখার ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই ছবিতে আমাকে অন্যান্য ছবির মতো রোমান্টিক কিংবা অ্যাকশন হিরো রূপে নয়, বরং ভিন্ন একটি রূপে দেখবেন দর্শকরা।’
নায়িকা ববি বলেন, ‘আমি সাধারণত গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করি। কিন্তু এ ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে আমাকে।’
বক্তব্য দেয়ার পলা শেষ হলে বিশাল আকারের একটি কেক কেটে ‘ওয়ান ওয়ে’র মহরত ঘোষণা করেন ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী। এসময় নায়িকা ববি ও নায়কবাপ্পিকে কেক খাইয়ে দেন পরিচালক।
মহরত অনুষ্ঠানের পরপরই শুরু হয় পার্টি সংগীতের দৃশ্যধারণ কাজ, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ‘এমন শুধু চাই হারাতে দূর সীমানায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অদিত ও দোলা। ‘ওয়ান ওয়ে’ ছবিতে পাঁচটি গান রয়েছে। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন অদিত।
‘ওয়ান ওয়ে’ ছবিটিতে ইমন চরিত্রে অভিনয় করছেন নায়ক বাপ্পি এবং আইভি চরিত্রে অভিনয় করছেন নায়িকা ববি। ছবিটির গল্পে নায়ক বাপ্পি ছোটবেলা থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। তারা তিন ভাই গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করে। একসময় মিলন ড্যানিকে মেরে নিজে ডন হয়। পরবর্তীতে তাকে মেরে ফেলে ববি। তাই ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বাপ্পি। কিন্তু ঘটনার মারপ্যাঁচে সেই ববির সঙ্গেই বাপ্পির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনেক পরে বাপ্পি জানতে পারে প্রেমিকা ববি আগের গডফাদার ড্যানি সিডাকের মেয়ে, যাকে তার ভাই হত্যা করেছে। এভাবেইে এগিয়ে যেতে থাকে ছবিটির গল্প।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলনসহ আরো অনেকে।
গতকাল থেকে শুরু হওয়া প্রথম লটের শ্যুটিং শেষ হবে ২৭ জানুয়ারি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ মে শেষ হবে দ্বিতীয় লটের শ্যুটিং। ছবিটির বেশিরভাগ শ্যুটিং হবে এফডিসি, উত্তরা, সাভারসহ দেশের বেশ কয়েকটি মনোরম লোকেশনে।
সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পেতে পারে। দেখা যাক, এবার কীভাবে চমকে দেন ববি!
আপলোডের
তারিখঃ ২৭ জানুয়ারী, ২০১৪ ইং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন