সব রেকর্ড ভেঙে চুরমার করেও বক্সঅফিসে
এখনো ধুম মাচাচ্ছে আমিরের ধুম থ্রি। ৯ দিনেই তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি-র ব্যবসা। চেন্নাই এক্সপ্রেসের
রেকর্ড ভেঙে এবছরের সেরা ছবি হয়েছে আগেই। থ্রি ইডিয়টসেরও রেকর্ড ভেঙে সর্বকালীন
সেরা ব্যবসার রেকর্ড করলেন আমির-ক্যাটরিনা।
শুধুমাত্র হিন্দিভাষী
ভারত থেকে ধুম থ্রি তুলে নিয়েছে ২১১ কোটি। অন্য ভাষায় ব্যবসার পরিমাণ ১০ কোটি। ১০০ কোটির বাজেটে তৈরি ধুম থ্রি সারা ভারতের মোট চার হাজারটি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। বিশ্ববাজারে
ধুম থ্রি-র আয় ১০০ কোটি।
পাকিস্তান ও নেপালেও কেরর্ড ব্যবসা করেছে ধুম থ্রি। পাকিস্তানে ধুম থ্রি-র আয় ৭.২৫ কোটি। মধ্যপ্রাচ্য থেকে আয় ২৬.৫৭ কোটি। যেভাবে চলছে তাতে খুবই তাড়াতাড়ি সব রেকর্ড বগলদাবা করে নিবে ধুম-থ্রি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন