Popular Posts

আল-মাহমুদের ছোটগল্পে ঋতুপর্ণা

আল-মাহমুদ এ বাঙলার অন্যতম প্রভাবশালী কবি ও সাহিত্যিক, বাংলা সাহিত্যের অন্যতম   এ কবি আল মাহমুদের ছোটগল্প 'জলবেশ্যা' নিয়ে কলকাতায় নির্মিত হয়েছে চলচ্চিত্র 'টান'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। 

'জলবেশ্যা' সম্পর্কে কবি আল মাহমুদ বলেন, "জলবেশ্যা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জেগে উঠেছে। আমার অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি যা দেখেছি, গল্পটিতে তা-ই উঠে এসেছে। জলবেশ্যাদের তো আমি নিজের চোখে দেখেছি, কথা বলেছি। এরপর তাদের নিয়ে লিখেছি।

'জলবেশ্যা' ছবিটি পরিচালনা করেছেন ভারতের মুকুল রায় চৌধুরী। তিনি বলেন, "এই ছবির গল্প মূলত জলবেশ্যাদের নিয়ে। কিভাবে তাদের এখানে আসা, তাদের অতীত, বর্তমান- সব কিছুই। কিন্তু এত সহজে গল্পটা এগোয় না। মুম্বাই থেকে এক ফটোগ্রাফার ছবি তুলতে আসেন সুন্দরবনে। কিছুদিন যাওয়ার পর ছেলেটার খোঁজ পাওয়া যায় না। এই ছেলেকে খুঁজতে আসে তার এক বন্ধু। খুঁজতে এসে সে ঘটনাচক্রে ঢুকে পড়ে জলবেশ্যাদের ডেরায়। ওই ডেরায় এসে সে জানতে পারে তার ফটোগ্রাফার বন্ধুটির সঙ্গে এক জলবেশ্যার সম্পর্ক তৈরি হয়েছে। বাংলা ছবিতে এর আগে এ ধরনের বিষয় নিয়ে কাজ হয়নি।"
ছবিতে অভিনয় প্রসঙ্গে ভারতীয় এক পত্রিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "আমি গল্পপ্রধান ছবিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এ ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার জীবনের অন্যতম একটি ছবি হবে এটি।" 

উল্লেখ্য, চলচ্চিত্রটির কিছু অংশের শুটিং হয়েছে সুন্দরবনে। আর বেশির ভাগ অংশের শুটিং হয়েছে কলকাতার বাইপাসের পাশে এক বেড়িতে। সেখানেই তৈরি হয়েছে জলবেশ্যাদের ভাসমান বেশ্যাপল্লী। ছবিতে আরো অভিনয় করেছেন দেবলীনা চক্রবর্তী ও রাজেশ শর্মা। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে টানচলচিত্রটি।
< >

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন