একসাথে নাকি দুই কাজ করতে নেই, দুই নৌকায় নাকি পা দেওয়া ঠিক নয়। এইরকমই
তো জানতাম কিন্তু কারিনা কাপুর ঠিক এই কাজটাই করতে যাচ্ছেন, তাহলে কি বলবেন কারিনা
কাপুরকে? একদিকে রোহিত শেঠির মতো মসলাদার ছবির পরিচালকের কাজ হাতে নিয়েছেন,
অন্যদিকে কাজ করছেন দেব বেনেগালের মতো ভিন্নধারার ছবির পরিচালকের সঙ্গেও।
এটাই নাকি এই অভিনেত্রীর ক্যারিয়ারের নতুন ছক। আর এই ছক কষে ক্যারিয়ারকে নিয়ে যেতে চান অন্য ধাপে। রোহিত বানাচ্ছেন সিংঘাম টু ও বেনেগাল বোম্বে সামুরাই। এর আগে চামেলির মতো ভিন্নধারার ছবি করলেও ইদানীং ও পথে আর এগোননি কারিনা। ফিরিয়ে দিয়েছিলেন রানঝানার প্রস্তাবও।
কারিনা বলেন, “পেশাদার অভিনেত্রী হিসেবে আমি সবকিছুই করেছি। এখন মসলাদার ছবি আর ব্যতিক্রমী ছবি—এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে চাই”।’ দেখা যাক, কারিনার এই নতুন ছক কীরকম কাজ করে?
এটাই নাকি এই অভিনেত্রীর ক্যারিয়ারের নতুন ছক। আর এই ছক কষে ক্যারিয়ারকে নিয়ে যেতে চান অন্য ধাপে। রোহিত বানাচ্ছেন সিংঘাম টু ও বেনেগাল বোম্বে সামুরাই। এর আগে চামেলির মতো ভিন্নধারার ছবি করলেও ইদানীং ও পথে আর এগোননি কারিনা। ফিরিয়ে দিয়েছিলেন রানঝানার প্রস্তাবও।
কারিনা বলেন, “পেশাদার অভিনেত্রী হিসেবে আমি সবকিছুই করেছি। এখন মসলাদার ছবি আর ব্যতিক্রমী ছবি—এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে চাই”।’ দেখা যাক, কারিনার এই নতুন ছক কীরকম কাজ করে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন